এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আলিপুরদুয়ার জেলা পরিষদ বিজেপির দখলে যাবে, ভেঙে যাবে পুরসভাও: মুকুল রায়

আলিপুরদুয়ার জেলা পরিষদ বিজেপির দখলে যাবে, ভেঙে যাবে পুরসভাও: মুকুল রায়


জন-জাগরণ যাত্রা উপলক্ষে বর্তমানে উত্তরবঙ্গ সফর করছেন বিজেপি নেতা মুকুল রায়। এই উপলক্ষে আলিপুরদুয়ারে পৌঁছেই বড় ঘোষণা করলেন মুকুল রায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আলিপুরদুয়ার জেলা পরিষদে তৃণমূলের একজন মাত্র সদস্য ছিল। সেখানে দাঁড়িয়ে তিন বছর আগে আমি আলিপুরদুয়ার জেলা পরিষদ গঠন করে গিয়েছি। আজকে আবার বলছি আলিপুরদুয়ার জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির দখলে যাবে। আলিপুরদুয়ার পুরসভাও ভেঙে যাবে। আলিপুরদুয়ারে তৃণমূলের সবার সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে, সময় মতো তা কাজে লাগবে।
মুকুলবাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মোহন শর্মা বলেন, মুকুলবাবু দিবাস্বপ্ন দেখছেন, তিনি স্বপ্ন দেখতেই পারেন, স্বপ্ন দেখা দোষের নয়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মুকুলবাবুর আলিপুরদুয়ারে জন-জাগরণ যাত্রায় সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক শমীক লাহিড়ী, সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা সহ বিজেপির প্রায় সমস্ত স্থানীয় শীর্ষ নেতা। স্থানীয় সূত্রে আরো জানা যাচ্ছে, জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনের পর জেলা নেতৃত্বের সঙ্গে মুকুলবাবু দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে আসন্ন পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!