এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার? তিনি নিজে কি বলছেন?

করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার? তিনি নিজে কি বলছেন?


উৎসবের মরসুমের শেষে পশ্চিমবঙ্গের বুকে তিনটি বিধানসভায় এবার উপনির্বাচন হতে চলেছে। আর সেই লক্ষ্যে এবার রাজ‍্যের রাজনৈতিক দলগুলির তৎপরতা বেড়েছে। কারণ 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এই ছোট নির্বাচনগুলি তাদের টিকে থাকার পরীক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুরে উপনির্বাচন হতে চলেছে সামনের দিনগুলিতে। নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে। আর তারপরেই রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে।

আগামী 25 শে নভেম্বর উপনির্বাচন হতে চলেছে করিমপুর, খড়গপুর সহ কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। সেই নির্বাচনকে কেন্দ্র করে এবার প্রার্থী ঘোষণার পালা এবং নির্বাচনী প্রচার জোরদার করা‌। ইতিমধ্যে করিমপুর ও খড়গপুর কেন্দ্রের প্রার্থী নিয়ে বেশ কয়েকটি বাছাইপর্ব শেষে দলের কেন্দ্রীয় কমিটির কাছে প্রার্থীর তালিকা পাঠানো হয়েছে। কিন্তু কালিয়াগঞ্জে প্রার্থীর নাম নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্যের বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে, বিজেপির দলীয় সূত্রে খবর, করিমপুর বিধানসভার প্রার্থী ঠিক করা হয়েছে, রাজ্য বিজেপি সভাপতি জয়প্রকাশ মজুমদারকে। একইভাবে খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন প্রেমচাঁদ ঝাঁ। তবে এদিন জয়প্রকাশ মজুমদার এর কাছ থেকে করিমপুর এর প্রার্থী হওয়া নিয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তিনি শুধু জানিয়েছেন, “দলের কেন্দ্রীয় নেতৃত্ব যার নাম চূড়ান্ত করবেন, সেই প্রার্থী হবে। দলীয় সৈনিক হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তাই পালন করবো।”

খড়গপুর ও করিমপুর লোকসভা নির্বাচনে বিজেপি শিবির জয়লাভ করেছে। অবাঙালি অধ্যুষিত জায়গা খড়গপুর ও করিমপুরে বিজেপির দলীয় সংগঠনও বেশ পোক্ত বলে জানা গেছে। কিন্তু সমস্যা দাঁড়িয়েছে কালিয়াগঞ্জ নিয়ে। সেখানে লোকসভায় পদ্ম শিবির জায়গা করে নিলেও বিধানসভায় তাদের সংগঠন খুব একটা জোরদার নয়। ফলে প্রার্থী নির্বাচনে বিজেপির পক্ষ থেকে চিন্তাভাবনা করা হচ্ছে। তাই সে নিয়ে এখনো পর্যন্ত কোন শব্দ প্রয়োগ করেননি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপাতত প্রচারে মনোযোগ দিতে চায় বিজেপি শিবির। রাজ্য বিজেপি নেতৃত্বের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রার্থী নির্ধারণ করবে কেন্দ্র। আমাদের কাজ নাম ঘোষণা হলেই প্রচারে নেমে পড়া।’ ইতিমধ্যে রাজ্য বিজেপির পক্ষ থেকে বিজেপি দলের তিন দলীয় নেতাকে তিন জায়গার প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজ্যের শাসক দল তৃণমূল এখনো পর্যন্ত কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি। এই তিনটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য কংগ্রেস জোটবদ্ধ ভাবে এই উপনির্বাচন লড়বে বলে জানা গেছে। উল্লেখ্য, খড়গপুর ও করিমপুর কেন্দ্রের বিধায়ক পদে রয়েছেন দিলীপ ঘোষ ও মহুয়া মৈত্র। গত লোকসভা নির্বাচনে তাঁরা সাংসদ পদে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে কালিয়াগঞ্জ বিধানসভায় বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে এই কেন্দ্রটিতে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এই তিনটি কেন্দ্রে 25 শে নভেম্বর ভোটগ্রহণপর্ব হবে এবং 28 নভেম্বর ভোটের ফল প্রকাশ হবে।

তবে এই তিনটি নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পেক্ষাপটে প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে প্রেস্টিজ ফাইট হতে চলেছে। যে জিতবে তার আত্মবিশ্বাস বিধানসভা নির্বাচনের আগে যে একটা উচ্চতায় পৌঁছবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। তাই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল সামনের উপনির্বাচন গুলি জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে। আর সেক্ষেত্রে প্রার্থী বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সঠিক প্রার্থী একটি দলকে জিতিয়ে নিয়ে আসতে পারে। আপাতত সামনের উপ নির্বাচনের দিকে কড়া নজর রাখছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!