এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘ঝালমুড়ি’ তত্ত্বে উন্নয়নের জোয়ারে বঙ্গ রাজনীতি জমিয়ে দিলেন বাবুল সুপ্রিয়

‘ঝালমুড়ি’ তত্ত্বে উন্নয়নের জোয়ারে বঙ্গ রাজনীতি জমিয়ে দিলেন বাবুল সুপ্রিয়

ঝালমুড়িতেই কাজ হয়েছে মেট্রো রেল নিয়ে দাবি বাবুল সুপ্রিয়র। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগীতায় রীতিমতো উচ্ছ্বসিত কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সোমবার কলকাতায় এসে তিনি জানালেন ,” ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে রাজ্য সরকারের সাহায্য না পেলে এক চুলও কাজ এগোত না। আগামী অক্টোবর মাসেই শহরে চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রথম ধাপে, ট্রেন যাবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন লাগোয়া সুভাষ সরোবর পর্যন্ত।” এদিন মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) দফতরে সাংবাদিকরা অতীতের ঝালমুড়ি প্রসঙ্গ স্মরণ করে বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করেন , ”ঝালমুড়ি তত্ত্ব তা হলে কাজে লেগেছে বলুন?” জবাবে আনন্দিত বাবুল বাবু বললেন, ” অবশ্যই। ঝালমুড়িতেই কাজ হয়েছে।রাজ্য সরকার সাহায্য না করলে এত তাড়াতাড়ি কাজটাই হত না। আগামী গান্ধী জয়ন্তীতেই খুব সম্ভবত কলকাতাবাসী প্রথমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চড়তে চলেছেন।” প্রসঙ্গত উল্লেখ্য , মাত্র তিন বছর আগে রাস্তার ধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝালমুড়ি খেয়ে ছিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির নানা মহলে তৈরী হয় মশলাদার নানা কাহিনী। এরপর থেকেই ঝালমুড়ি তত্ত্ব প্রসিদ্ধি লাভ করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!