৫০০ টাকা লিটার! প্রতিদিন গোমূত্র খাওয়ার দাওয়ায় বিশ্ব হিন্দু পরিষদের! জাতীয় রাজ্য January 7, 2018 সুস্থ থাকতে রোজ সকালে সেবন করতে হবে এক ফোঁটা গোমূত্র,দাবি বিশ্ব হিন্দু পরিষদের।তাদের নানান জনসভা,শিবির তথা পুস্তিকাও এই একই বার্তা দিচ্ছেন তারা।শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের দাক্ষিন প্রান্তের সহ সম্পাদক কুশল কুন্ডু গোমূত্রের উপকারিতা নিয়ে বললেন,স্বাস্থ্যবতী গাভীর মূত্র রোজ সকালে এক ফোঁটা পান করলে লিভার,পেট ভালো থাকে।এই মূত্র হলো চমৎকারী মূত্র যাতে জন্ডিস সহ ১৪০ রকমের রোগ সারানোর ক্ষমতা রাখে।এমনকি তা ক্যান্সারের মতো জটিল রোগকেও সারাতে পারে।একই সাথে তিনি বললেন তাজা গোমূত্র বেশ দামি।তা ৫০০ টাকা লিটার।এই টাটকা মূত্র দক্ষিণবঙ্গের বিশ্ব হিন্দু পরিষদের ৫০ টি শাখা থেকে সরবরাহ করা হয়।পাশাপাশি কুশলবাবু বললেন টাটকা গোমূত্র না পেলেও পতঞ্জলির ১০০ লিটার গোমূত্র নিলেও তেমনি কাজ হবে।তবে তিনি আলসার এবং গর্ভবতী মহিলাকে তা খেতে মানা করেছেন।তিনি জানান,ভোপাল গ্যাস লিক, পোখরান বিস্ফোরণ বা জলে আর্সেনিক-এই সকল বিষক্রিয়ার প্রতিশোধক হলো গোবর জল।তাই তিনি মার্বেলের মেঝেকে গোবর জল দিয়ে পরিষ্কার করবার পরামর্শ দেন এদিন। আপনার মতামত জানান -