এখন পড়ছেন
হোম > জাতীয় > অ্যালকেমিস্ট নিয়ে কে ডি সিংয়ের উপর চাপ ক্রমশ বাড়ছে

অ্যালকেমিস্ট নিয়ে কে ডি সিংয়ের উপর চাপ ক্রমশ বাড়ছে


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কে ডি সিংয়ের উপর আর্থিক দুর্নীতি নিয়ে চাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই তাঁর ও তাঁর সংস্থা অ্যালকেমিস্ট নিয়ে একাধিক আর্থিক দুর্নীতি ও প্রতারণার মামলা দায়ের হয়েছে। কলকাতা পুলিস সূত্রে জানা যাচ্ছে গতকাল ফের বউবাজার থানায় নতুন করে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সূত্রের খবর, নিউ গড়িয়ার বাসিন্দা তাপসকুমার দত্ত অভিযোগ জানিয়েছেন যে তিনি অ্যালকেমিস্টে ছলক্ষ টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। ফলে শাসকদলের সাংসদের বিরুদ্ধে তদন্ত এবার আরো গতি পাবে বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!