নিহত বিজেপি কর্মীর পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দিল বঙ্গ বিজেপি বিশেষ খবর রাজ্য January 7, 2018 গত ১৬ সেপ্টেম্বর ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ভোল গ্রামে বিজেপির পদযাত্রা ও সভাকে ঘিরে স্থানীয়দের সাথে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক মারপিট হয়। বিজেপির তরফে অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকদের উপর বিনা প্ররোচনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় প্রাণ হারান স্থানীয় বিজেপি কর্মী মাতাল দিগার। গতকাল বিজেপির রাজ্যনেতৃত্ত্বের তরফে রাজ্য সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁরা মৃত মাতাল দিগারের স্ত্রী ঝুনু দিগার ও ছেলে রেঙ্গুন দিগারের হাতে রাজ্য বিজেপির তরফে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। আপনার মতামত জানান -