এখন পড়ছেন
হোম > অন্যান্য > স্বপ্নার অলিম্পিকের সোনার স্বপ্ন কি কেড়ে নিল লকডাউন? কি বলছেন বাংলার সোনার মেয়ে?

স্বপ্নার অলিম্পিকের সোনার স্বপ্ন কি কেড়ে নিল লকডাউন? কি বলছেন বাংলার সোনার মেয়ে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এশিয়ান গেমস্ বা এসিয়াড গেমস্ একটি মহাদেশীয় ক্রীড়া প্রতিযোগিতা। এশিয়ান গেমস্ ফেডারেশন দ্বারা পরিচালিত এই খেলা অনুষ্ঠিত হয় প্রতি চার বছর অন্তর। ২০১৮ সালে হেপটাথলনে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনা ছিনিয়ে এনেছিল আমাদের বাংলার মেয়ে অ্যাথলিট স্বপ্না বর্মন।

জলপাইগুড়ির রাজবংশের পরিবারের মেয়ে হলেও জীবন খুব একটা সহজ ছিল না তাঁর কাছে। পেশায় রিকসা চালক বাবার হঠাৎ স্ট্রোক হয়ে শয্যাশায়ী হয়ে যেতে চা বাগানে কাজ নেন তাঁর মা। আর্থিক সমস্যা থাকলেও হেরে যাননি তিনি। সব বাধা পেরিয়ে ভারতে এনে দিয়েছেন সোনা, যা প্রথম ভারতীয় হিসেবে নজির গড়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তাঁকেই কেনো আজ সহ্য করতে হচ্ছে অপমান? তাঁর কথায়, মার্চ মাসে বাড়িতে ফিরে এসে কলকাতায় প্রাকটিস করতে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে লকডাউনে ভাঁটা পড়েছে তাঁর সেই স্বপ্নে। করোনা পরিস্থিতিতে জিম থেকে শুরু করে বন্ধ সব ট্রেনিং ইনস্টিটিউট। তাই আপাতত বাড়ির সামনে কিছু ফ্রি হ্যান্ড করেই দিন কাটছে তাঁর। আর সেখানেই আসছে নানা কটূক্তি।

সম্প্রতি বাড়িতে থাকা কাঠের সঠিক হিসেব দিতে না পারায় বন দফতরের নোটিশ আসে তাঁর বাড়িতে। তবে সে ব্যাপারে কথা বলতে চাননি সোনা জেতা এই খেলোয়াড়। সেই সঙ্গে কোমরের চোট নিয়েও চিন্তায় ছিলেন। তবে এখন যে তার থেকে মনের চোটের কষ্ট বেশি পাচ্ছেন তা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!