এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরের প্রভাবে দক্ষিণে রাজ্যজয়ের ডাক গেরুয়া শিবিরের সর্বাধিনায়কের

উত্তরের প্রভাবে দক্ষিণে রাজ্যজয়ের ডাক গেরুয়া শিবিরের সর্বাধিনায়কের

শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বললেন ,”দেশের ২০টি রাজ্যে ক্ষমতায় বিজেপি। সবে তো জেতা শুরু করলাম। এখনও অনেক পথ চলা বাকি। ২১তম রাজ্য হিসাবে কর্ণাটকে ক্ষমতায় আসবে বিজেপি। রাজ্যে ফুটবে পদ্ম।” লোকসভা নির্বাচনের আর গোটা একবছর ও বাকি নেই , দেশ জুড়ে অবিজেপি জোট গড়ার প্রস্তুতি চলছে চরমে এমত অবস্থায় ও প্রবল আত্মবিশ্বাসী বিজেপির বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ। এদিন তিনি আরও জানালেন, ” একটা সময় ছিল যখন নির্বাচনে লড়াই হত ইন্দিরা বনাম বিরোধীরা। এখন সেটা হয়ে গিয়েছে মোদী বনাম বিরোধীরা। আগামী নির্বাচনেও দিল্লিতে উড়বে গেরুয়া ঝান্ডা। ২০১৯ মোটেই বিজেপির শেষ ইনিংস নয়।” উত্তরপ্রদেশ লোকসভা উপনির্বাচনে বিজেপির হারের প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি জাতীয় কংগ্রেসকেই কার্যত দায়ী করে জানালেন, ” এই দলটা দেশ বিভাজনের জন্য দায়ী। তারা ১১টা রাজ্যেও ক্ষমতায় নেই। এদিকে ১১টি আসনে জয় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে।এখন উত্তর-পূর্ব ভারতেও ক্ষমতায় বিজেপি। শুধু ওডিশা ও বাংলায় আমরা ক্ষমতায় নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!