এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষকে “ধন্যবাদ” নুসরাত জাহানের! “ছোট্ট ঘটনা” ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি

দিলীপ ঘোষকে “ধন্যবাদ” নুসরাত জাহানের! “ছোট্ট ঘটনা” ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি


করোনা ভাইরাস না এলে হয়ত এই করুণ দৃশ্য কাউকে দেখতে হত না। তবে ভয়াবহ এই ভাইরাসের দাপটে লকডাউন হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বাইরে আটকে থাকা শ্রমিকরা এখন নিজের রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন। শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে তারা রাজ্যে ফিরলেও, জল-খাবার না পেয়ে ট্রেনেই মৃত্যু হচ্ছে অনেকের। আর এই পরিস্থিতিতে যখন রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক মুজাফফরপুরে তখনই শ্রমিক মৃত্যুর প্রসঙ্গে গোটা ঘটনাকে “ছোট ঘটনা” বলে আখ্যা দেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

তারপরেই তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। আর এবার দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে পাল্টা কটাক্ষ করে ধন্যবাদ জ্ঞাপন করলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তবে এই ধন্যবাদ যে পুরোটাই কটাক্ষের সুরে করা হয়েছে, তা কার্যত পরিষ্কার সকলের কাছে। বস্তুত, ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের স্পেশাল ট্রেনের মাধ্যমে রাজ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে একসাথে এত শ্রমিক রাজ্যে ফেরা নিয়ে প্রথম থেকেই উষ্মা প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই অবস্থায় সেই ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া শ্রমিকদের খাদ্যাভাবের মৃত্যু চোখে দেখা যাচ্ছিল না। সম্প্রতি এই মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে গোটা ঘটনাকে “ছোট ঘটনা” বলে আখ্যা দেন তিনি। আর এরপরই দিলীপবাবুর এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। সূত্রের খবর, শুক্রবার এই বিষয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান লেখেন, “ধন্যবাদ! এটাই আপনার আসল রঙ।”

তিনি আরও লেখেন, “মানুষ দেখুক, আপনি একজন ক্ষমতাপিপাসু রাজনীতিবিদ। যার সাধারণ মানুষকে সাহায্য করার কোনো মানসিকতাই নেই।” বিশেষজ্ঞরা বলছেন, দিলীপবাবুর সেই মন্তব্য সত্যিই বর্তমান সময়ে তীব্র বিতর্ক তৈরি করেছে। আর তা তুলে ধরেই এবার বিজেপিকে কটাক্ষ করতে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। ফলস্বরূপ বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান এই বিষয়ে দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল তুলে দিলেন বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!