এখন পড়ছেন
হোম > অন্যান্য > কাজের জায়গায় চলছে চরম রাজনীতি! মুক্তির নিদান কিন্তু আড়াই হাজার বছর আগেই দিয়ে গেছেন চাণক্য!

কাজের জায়গায় চলছে চরম রাজনীতি! মুক্তির নিদান কিন্তু আড়াই হাজার বছর আগেই দিয়ে গেছেন চাণক্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কাজের ক্ষেত্রে প্রায় আমরা সকলেই রাজনীতির শিকার হই। এর পরিণাম অনেক সময় চাকরি ছাড়ার পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু সমস্যা হচ্ছে, কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া কোনো কাজের কথা নয়। তাই আপনার কর্মক্ষেত্রে এরম কোনো পরিস্থিতির শিকার হলে তার নিদান আপনাকেই বের করতে হবে।

অন্যদিকে, আপনি যখন কি করবেন সেই ভাবতে ব্যস্ত, তখন আপনি জানেন কি, আপনার জানার প্রায় আড়াই হাজার বছর আগে চানক্য এই সমস্যার সমাধানের পথ দেখিয়ে গেছেন। অর্থশাস্ত্র প্রণেতা চানক্য, রাজনীতিবিদ হিসেবে সংস্কৃত সাহিত্যে প্রসিদ্ধ। তাঁর ক্ষুরধার বুদ্ধিতে সেই সময় কাত হয়েছিল এক একটা সাম্রাজ্য। সেই তাঁরই কথায় জানা যায় বর্তমান কর্মক্ষেত্রের রাজনীতি সংক্রান্ত সমস্যার সমাধানের পথ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমত:- কাজের জায়গায় আপনাকে হতে হবে সজাগ। কাজ করতে গেছেন ভেবে শুধু কাজে ডুবে থাকলেও হবে না, আপনার কাজ সম্পর্কে কে কি ভাবছেন বা কি বলছেন সেটা জানাটাও প্রয়োজন।

দ্বিতীয়ত:- প্রথমেই আপনার কর্মক্ষেত্রে একটি লক্ষ্য স্থির করে নিতে হবে আপনাকে। এরপর সেই টার্গেট মত কাজ করতে হবে। সেই লক্ষ্য পূরণে আপনার পথ যে সবসময় মসৃণ হবে সেটা নাও হতে পারে। তাই সেই মত নিজের মনকে প্রস্তুত রাখতে হবে আপনাকে।

তৃতীয়ত:- হার না মানার মনোভাব খুবই প্রয়োজন। কারণ আপনি যে কাজ করছেন, তা আপনার জীবনে অসুবিধে সৃষ্টি না করলেও অন্যের সেটা ভালো নাও লাগতে পারে। তবে তাই বলে নিজের কাজ ছেড়ে দেবেন সেটা ঠিক নয়। তাই লড়াই করে নিজের লক্ষে পৌঁছানো প্রয়োজন।

চতুর্থত:- কাজকে যেমন আপনাকে ভালোবাসতে হবে, তেমনি কাজের জায়গাকেও আপনাকে ভালোবাসতে হবে। এখানে মনে রাখতে হবে, অনেক মানুষ একসঙ্গে কাজ করছেন। তাই প্রত্যেকের কাজ একে অপরের ভালো নাই লাগতে পারে। তবে প্রত্যেকের বেপারে সন্মান রাখাটা প্রয়োজন। তবে এক্ষেত্রে কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তবে তা মনে না নেওয়াই সঙ্গত।

পঞ্চমত:- পরিবারে কেউ খারাপ ব্যবহার করলে যেমন মেনে নেন বা ক্ষমা করে দেন, তেমনি কাজের ক্ষেত্রেও সকলকে নিজের পরিবারের মতোই ভাবলে, একসঙ্গে কাজ করাটা অনেক সহজ হয়। তাই সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে চলা উচিত।

ষষ্ঠত:- নিজের মাইন্ড সেট টা যেনো সবসময় ঠিক থাকে। আপনি কে বা আপনি কি করতে চান বা শিখতে চান তা আপনি মনে মনে ঠিক রাখুন। ফলত কোনো মানুষ যদি আপনার সঙ্গে খারাপ করতে চেষ্টাও করে তবে আপনি সহজেই সেটিকে কাটিয়ে উঠতে পারবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!