এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী জামানায় রয়েছে ভয়ের পরিবেশ? শাহের সামনেই বিস্ফোরক প্রখ্যাত শিল্পপতি!

মোদী জামানায় রয়েছে ভয়ের পরিবেশ? শাহের সামনেই বিস্ফোরক প্রখ্যাত শিল্পপতি!


কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন বিরোধীরা বারবার সোচ্চার হয়েছে এই অভিযোগে যে, নরেন্দ্র মোদী বরাবরই ব্যবসায়ীদের সুযোগ করে দিয়েছেন এ দেশে বহাল তবিয়তে কাজ করার। এ প্রসঙ্গে বিরোধীরা ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশাল অংকের টাকা বিজেপি দলে বিনিয়োগ করার অভিযোগ তুলেছে বহুবার। যদিও বিরোধীদের এই অভিযোগ নিয়ে ব্যবসায়ী কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব কেউই সেভাবে কথা বাড়াননি। তবে এবার সম্পূর্ণ অন্য ছবি দেখল রাজনৈতিক মহল। গতকাল শিল্পপতি রাহুল বাজাজ খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মুখে দাঁড়িয়ে মোদি জমানার ভয়াবহতা ব্যাখ্যা করেছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

গতকাল মুম্বাইতে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী রাহুল বাজাজ স্পষ্ট ভাষায় বলেন, ‘কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের আমলে স্পষ্ট ভয়ের পরিবেশ রয়েছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সবার সামনে রাহুল বাজাজ পরিষ্কার করে জানান, বর্তমান সরকারের সমালোচনা করতে যে কেউ ভয় পাচ্ছে। এক্ষেত্রে বিরোধী দল কংগ্রেসের নিশ্চুপতা সবচেয়ে বেশি প্রকাশ পাচ্ছে। কারণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের ভয় লাগছে। গত ইউপিএ সরকারের আমলে এ ধরনের ভয় কাজ করত না বলে তিনি জানিয়েছেন।

রাহুল বাজাজ এ প্রসঙ্গে বলেন, ‘UPA-2 সরকারের আমলে আমরা কাউকে গালি দিতে পারতাম। আপনারা ভাল কাজ করছেন। তবে আমরা যদি প্রকাশ্যে আপনাদের সমালোচনা করতে চাই, তবে কোনো নিশ্চয়তা নেই যে আপনারা তার প্রশংসা করবেন। আমি ভুল হতে পারি। তবে সবাই এটাই অনুভব করছে।’ বাজাজ শুধুমাত্র তাঁর সমালোচনাকে কেন্দ্রের মতবিরোধের মধ্যেই আটকে রাখেননি। তিনি নানান অসহিষ্ণুতার উদাহরণ দিয়ে সরকারের বিরুদ্ধে বলেন, ‘অসহিষ্ণুতার বার্তা রয়েছে। পিটিয়ে মারার ঘটনা ঘটছে। কিন্তু বদলে আমরা অপরাধীদের শাস্তি দেখতে পাচ্ছি না।’ অন্যদিকে সম্প্রতি বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর এর বিতর্কিত বক্তব্য নিয়েও তিনি মন্তব্য করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্মুখে এ ধরনের প্রসঙ্গ উত্থাপন এর ফলে পাল্টা অমিত শাহ বক্তব্য রাখেন এই বলে, ‘বিশেষজ্ঞ, সমালোচক, সাংবাদিক এবং সাধারণ নাগরিকদের মধ্যে সরকারের কাজের সমালোচনা করার বিষয়ে কোন ভয় থাকা উচিত নয়। যদি এরকম পরিবেশ থাকে তবে আমরা এটির উন্নতি করতে চাই।’ এর সাথে তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই যে ভয় পাওয়ার দরকার নেই। আমরা কাউকে ভয় দেখাতে চাইনা। এবং আমাদেরও ভয় পাওয়ার দরকার নেই। আমাদের সরকার স্বচ্ছভাবে কাজ করছে।’

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি বিজেপি সরকার দেশে নানা কারণে কোণঠাসা অবস্থায় রয়েছে। কাশ্মীর বিতর্ক এখনো একই অবস্থায় চলছে। সম্প্রতি, মহারাষ্ট্রে বিজেপির পতনের ফলে শুরু হয়েছে অন্য রকম গুঞ্জন রাজনৈতিক মহলে। আর এসব কারণেই এবার সরাসরি প্রকাশ্যে কেন্দ্রীয় মতবিরোধের সুযোগ পেলেন ব্যবসায়ী রাহুল বাজাজ। তবে এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংগঠনের দাবি, যদি সরকারের প্রসঙ্গে সমালোচনা করতে ভয় পাওয়ার কথা আসে, তাহলে কিভাবে রাহুল বাজাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কেন্দ্রের সমালোচনা করলেন? আপাতত সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!