এখন পড়ছেন
হোম > রাজ্য > ব্যাঙ্গালোর থেকে আসছেন বিশেষজ্ঞরা, লোকসভা ভোটের দামামা বাজিয়ে জেলায় শুরু ইভিএম পরীক্ষা

ব্যাঙ্গালোর থেকে আসছেন বিশেষজ্ঞরা, লোকসভা ভোটের দামামা বাজিয়ে জেলায় শুরু ইভিএম পরীক্ষা

লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন জোর তরজা শুরু হয়েছে ঠিক তখনই এবার সেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল দেশের নির্বাচন কমিশনও। সূত্রের খবর, ইতিমধ্যেই গত 10 নভেম্বর থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ইভিএম পরীক্ষার কাজ শুরুও হয়ে গিয়েছে।

জানা গেছে, বান স্ট্যান্ডার্ড কোম্পানির ভেতরে এই ভোট মেশিন পরীক্ষার কাজে নিযুক্ত আছেন জেলাশাসক দপ্তরের প্রায় 30 জন কর্মী। তবে শুধু জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরাই নয়, এই ভোট মেশিন পরীক্ষার জন্য বেঙ্গালুরু থেকে আসা চার বিশেষজ্ঞের একটি দলও সহযোগিতা করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের হাওড়া জেলায় প্রায় 4 হাজার ভোট রয়েছে। ফলে 10% অতিরিক্ত রিজার্ভ ইভিএম রাখতেই হয়। একাংশের মতে, এটা লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগের চূড়ান্ত পর্ব। কেননা দিন ঘোষণার পরেই এই বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির ভেতরে স্ট্রং রুমে রাখা ইভিএম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে রাজনৈতিক দলগুলিকে।

এদিন এই প্রসঙ্গে হাওড়ার জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, “ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে 5500 ইভিএম পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। আর এই কাজ হয়ে গেলেই নির্বাচন কমিশনকে সমস্ত রিপোর্ট দেওয়া হবে।” তবে এখন থেকেই এই ইভিএম মেশিন প্রস্তুতির কাজ শুরু করে দেওয়ায় লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা আছে খালি সময়ের অপেক্ষা তা বুঝতে বাকি নেই কারোরই।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, কিছুদিনের মধ্যেই দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হবে। আর তার ওপরই নির্ভর করবে যে ঠিক কবে দেশের লোকসভা ভোট হতে চলছে! তাইতো এখন থেকেই নিজেদের প্রস্তুতিতে কোন রকম ঘাটতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!