এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েতের আগেই নন্দীগ্রামে বড়সড় জয়, আছাড় মারার হুঁশিয়ারি শুভেন্দুর!

পঞ্চায়েতের আগেই নন্দীগ্রামে বড়সড় জয়, আছাড় মারার হুঁশিয়ারি শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য রাজনীতিতে তিনি বরাবরই দাপুটে নেতা হিসেবে পরিচিত। তবে ক্ষমতার সঙ্গে না থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে নন্দীগ্রাম থেকে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর বিরোধী দলনেতা হয়ে তিনি মাঝেমধ্যেই সরকারের অস্বস্তি বাড়িয়ে দেন। আর এবার পঞ্চায়েত নির্বাচনে সেই নন্দীগ্রামে তৃণমূলকে রাজনৈতিকভাবে আছাড় মারার হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার দাবি, নন্দীগ্রামের 17 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 12 টি গ্রাম দখল করবে ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচন এবং নন্দীগ্রাম নিয়ে প্রশ্ন করতেই তৃণমূলকে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “রাজনৈতিক ভাবে আছাড় দেব। 17 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 12 টি পঞ্চায়েত দখল করবে ভারতীয় জনতা পার্টি। আর 5 টি পঞ্চায়েত ত্রিশঙ্কু হবে। সেটা কি হবে, পরে বলব। আর 2 টি পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে যাবে, জেলা পরিষদও বিজেপি দখল করবে।”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী নিজের গড় থেকেই তৃণমূলকে জবাব দিতে চাইছেন। সেক্ষেত্রে শাসক দল যতই সন্ত্রাস করার চেষ্টা করুক না কেন, তাকে আটকে দিতে যে নন্দীগ্রামে প্রবল লড়াই দেবে ভারতীয় জনতা পার্টি, তা বুঝিয়ে দিলেন শুভেন্দুবাবু। শুধু তাই নয়, লড়াই দেওয়ার পাশাপাশি জয়ের ব্যাপারেও যে নিশ্চিত গেরুয়া শিবির, তা স্পষ্ট করে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!