এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “আমরা ছাড়ব না” গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শাসককে হুঁশিয়ারি শুভেন্দুর !

“আমরা ছাড়ব না” গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শাসককে হুঁশিয়ারি শুভেন্দুর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যেই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। তবে শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার নানা অভিযোগ উঠলেও, তা প্রতিহত করার জন্য যে তৈরি রয়েছে রাজ্যের বিরোধী দল, এবার তা স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ থেকে শুরু করে নিজের দলের কর্মী সমর্থকদের আশ্বস্ত করে শুভেন্দুবাবুর দাবি, আমরা কোনো মতেই ছেড়ে দেব না। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের পক্ষ থেকে বিরোধী নেতা কর্মীদের হুমকি এবং মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর সেই বিষয় নিয়েই এদিন বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, “ডায়মন্ডহারবার থেকে শুরু করে বসিরহাট, বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা রাতের অন্ধকারে বিরোধীরা যাতে মনোনয়ন প্রত্যাহার করে নেয়, তার জন্য চেষ্টা করছে। আর এই কাজে সাহায্য করছে পুলিশ। কারণ ভাইপোকে খুশি রাখতে হবে। তবে এসব করে কোনো লাভ হবে না। কারণ গণতন্ত্র রক্ষার লড়াই আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। একটু অপেক্ষা করুন, আমরা ছেড়ে কথা বলব না। শুধু আদালতের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। তারপরে যা যা করার আমরা করব।”

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী প্রতিমুহূর্তে সামনে দাঁড়িয়ে লড়াই করে নিজের দলের নেতাকর্মীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। বুক চিতিয়ে তিনি প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যে, শাসককে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে বিরোধী দলের নেতা কর্মীদের এই লড়াইয়ে তিনি যে পাহারাদারের মতো সকলের পাশে থাকবেন, তা একজন বিরোধী নেতার মতোই তুলে ধরলেন শুভেন্দুবাবু। সরাসরি হুশিয়ারি দিয়ে শাসকের উদ্দেশ্যে বার্তা দিলেন যে, চোখ রাঙালে ছেড়ে কথা বলা হবে না। এক্ষেত্রে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করার জন্য প্রস্তুত গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!