এখন পড়ছেন
হোম > রাজনীতি > মনোনয়নে চরম অশান্তি, আজই সব দলকে নিয়ে আলোচনায় কমিশন!

মনোনয়নে চরম অশান্তি, আজই সব দলকে নিয়ে আলোচনায় কমিশন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহা দায়িত্ব নেওয়ার পর হঠাৎ করেই তিনি পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করে দেন। আর তারপর থেকেই বিরোধীদের পক্ষ থেকে তোলা হয় নানা প্রশ্ন। কোনোরকম প্রস্তুতি ছাড়াই সর্বদল বৈঠক না করেই কি করে এই ভোটের ঘোষণা করা হলো! যদিও বা তাতে অবশ্য কান দেয়নি রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু জেলায় জেলায় যখন মনোনয়ন পর্বকে কেন্দ্র করে অশান্তি চরমে, ঠিক তখনই রাজ্যপালের পক্ষ থেকে তলব করা হয়েছিল নির্বাচন কমিশনকে। আর তারপরেই রাজ্যপালের সঙ্গে আলোচনা করার পর সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। অবশেষে আজ হতে চলেছে সেই সর্বদলীয় বৈঠক।

সূত্রের খবর, আজ নির্বাচন কমিশনের ডাকে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আয়োজিত হতে চলেছে সর্বদলীয় বৈঠক। যেখানে শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলকেই এই বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। তবে ভোট ঘোষণার আগে সেই বৈঠক না করে কেন এখন সেই বৈঠক হচ্ছে, তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলছে বিরোধীরা। অনেকে আবার কটাক্ষ করে এটাও বলছেন, কমিশন তো চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। সেক্ষেত্রে বিরোধীরা যদি সর্বদলীয় বৈঠকে কোনো প্রস্তাব দেয়ও, তাহলে কি সেটা গ্রহণ করবে নির্বাচন কমিশন! যদি তারা সেটা গ্রহণ না করে, তাহলে এই সর্বদলীয় বৈঠক ডাকার কোনো মানেই হয় না।

বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে। যতদূর মনে করা হচ্ছে, এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই সেই ব্যাপারে রায়দান করবে আদালত। যার পর পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত ধোঁয়াশা কেটে যাবে। আর এই পরিস্থিতিতে কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!