এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতের আগে বড়সড় ভাঙ্গন তৃণমূলে, শক্ত ঘাঁটিতে বিজেপি যোগের হিরিক! তটস্থ মমতা!

পঞ্চায়েতের আগে বড়সড় ভাঙ্গন তৃণমূলে, শক্ত ঘাঁটিতে বিজেপি যোগের হিরিক! তটস্থ মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি যে জেলা নিয়ে নিশ্চিন্ত থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জেলার নাম ছিল বীরভূম। তবে বীরভূম জেলা নিয়ে এমনি এমনি নিশ্চিন্ত ছিলেন না তৃণমূল নেত্রী। তার কারণ ছিল, সেই বীরভূম জেলার দায়িত্ব তিনি যার কাঁধে দিয়ে রেখেছিলেন, তার নাম অনুব্রত মণ্ডল। যার দাপটে কার্যত বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বিভিন্ন নির্বাচনের সময় বিরোধীদের হুমকি দেওয়া থেকে শুরু করে নানা দাওয়াই দিয়ে কার্যত সকলকে তটস্থ রাখার অভিযোগ উঠত এই তৃণমূল নেতার বিরুদ্ধে। কিন্তু বর্তমানে গরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর এবার সেই বীরভূম জেলাই সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে।

ইতিমধ্যেই বীরভূম জেলাতে প্রায় শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টিতে।প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব পেশ করার প্রক্রিয়া। আর তার মাঝেই বীরভূম জেলার সিউড়ির এক নম্বর ব্লকের করিধ্যা অঞ্চলের প্রায় শতাধিক পরিবার দলবদল করেছেন। জানা গিয়েছে, এই সমস্ত পরিবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু এবার তারা যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। এদিন তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা।

বিশেষজ্ঞদের মতে, নিঃসন্দেহে পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের এই বড় মাত্রায় দলবদল তৃণমূলের কাছে চাপের কারণ হয়ে দাঁড়াবে। যে বীরভূম নিয়ে নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করতো বিরোধীরা, এবার সেই বীরভূম কার্যত অভিভাবকহীন হয়ে দাঁড়াচ্ছে তৃণমূলের কাছে। আর যার কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে এই বড় মাপের যোগদান মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়িয়ে দিলো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তবে যোগদান এবং ক্ষতের প্রলেপ লাগাতে তৃণমূলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!