এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > তৃণমূলের হামলায় প্রতিরোধই প্রধান পথ, আত্মরক্ষার বার্তা হেভিওয়েট সিপিএম নেতার!

তৃণমূলের হামলায় প্রতিরোধই প্রধান পথ, আত্মরক্ষার বার্তা হেভিওয়েট সিপিএম নেতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব জমাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে হামলা করার অভিযোগ উঠেছে বিরোধীদের পক্ষ থেকে। ইতিমধ্যেই এক আইএসএফকে কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতিতে কমিশনের সঙ্গে সাক্ষাতের পর পুলিশ যদি বিরোধী কর্মীদের রক্ষা করতে না পারে, তাহলে আত্মরক্ষাই প্রধান উপায় বলে জানিয়ে দিলেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তার দাবি, যদি হামলা হয়, যদি কেউ মারতে আসে, তাহলে নিজেদের আত্মরক্ষা নিজেদেরকেই করতে হবে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যাতে হামলা না হয়, তার জন্য রক্ষা করার দায়িত্ব পুলিশের। কিন্তু পুলিশ যদি রক্ষা করতে না পারে, তাহলে নিজেদের আত্মরক্ষা নিজেদেরকেই করতে হবে। আইএসএফ কর্মীকে পিটিয়ে মারা হবে, আর তারা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন, এটা তো হতে পারে না। এক্ষেত্রে প্রতিরোধ করার জন্য আত্মরক্ষাই একমাত্র উপায়।”

অর্থাৎ হেভিওয়েট এই বাম নেতা বুঝিয়ে দিতে চাইলেন, যদি তৃণমূলের পক্ষ থেকে হামলা হয়, তাহলে তার প্রতিরোধ করা হবে। এক্ষেত্রে যে শুধুমাত্র চুপচাপ হাত গুটিয়ে বসে থেকে বিরোধীরা মার খাবে না, সেই কথাও স্পষ্ট করে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে হামলা হলে যে তার প্রতিরোধ করা হবে, তা এই বাম নেতার বক্তব্যের মধ্যে থেকে উঠে এলো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!