এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আবার স্বমহিমায় নিজের সাংসদ এলাকায় বিরাজমান শতাব্দী রায়

আবার স্বমহিমায় নিজের সাংসদ এলাকায় বিরাজমান শতাব্দী রায়


কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল বীরভূমের দুবারের সাংসদ শতাব্দী রায়কে আর সেরকমভাবে রাজনীতির আঙিনায় দেখা যাচ্ছে না, বরং তিনি বেশি ব্যস্ত হয়ে পড়েছেন যাত্রাপালায় অভিনয়ে। এমনকি কেউ কেউ অতি উৎসাহী হয়ে শতাব্দী রায়ের রাজনৈতিক সন্ন্যাসের ভবিষ্যৎবাণীও করে ফেলেছিলেন। কিন্তু সেসময় সেই গুঞ্জনকে সোজা মাঠের বাইরে ফেলে বীরভূমের সাংসদ জানিয়েছিলেন, অভিনয়টা তিনি করেন ভালোবাসা থেকে, তার সঙ্গে রাজনীতি ছাড়ার কোনো প্রশ্নই নেই। তিনি রাজনীতি এবং অভিনয় পাশাপাশি সমানভাবেই করে যাচ্ছেন।
আর এবার কার্যত কাজে করে দেখালেন তিনি তাঁর সাংসদ এলাকায় মাটি কামড়ে পরে আছেন। কিছুদিন আগেই নিজের লোকসভা কেন্দ্রের একাধিক গ্রামে ঘুরে ঘুরে বয়স্ক ও দুঃস্থদের হাতে এক মাসের খাবার ও শাড়ি তুলে দিলেন তিনি। এমনকি এলাকার কী উন্নয়ন প্রয়োজন তা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি, প্রতিশ্রুতিও দেন বেশ কিছু কাজের। সাংসদ জানান, বিভিন্ন ধরনের সাহায্য পেতে এপিএল বা বিপিএল কার্ড প্রয়োজন। অনেক সময় নিয়মের বেড়াজাল কাটিয়ে এই সাহায্য পেতে কালঘাম ছুটে যায় গরিব মানুষের। তাই সরাসরি সাহায্য দিতে এই উদ্যোগ। অন্যদিকে নলহাটি হীরালাল ভকত কলেজের মাল্টি জিম তৈরির জন্য শতাব্দীদেবী তাঁর সংসদ সদস্য তহবিল থেকে ৭ লক্ষ টাকা দিয়েছেন বলেও জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!