এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আচমকা গ্রেফতার মুকুলের বাড়ির মালিক, তীব্র চাঞ্চল্য রাজ্য-রাজনীতিতে

আচমকা গ্রেফতার মুকুলের বাড়ির মালিক, তীব্র চাঞ্চল্য রাজ্য-রাজনীতিতে

তৃণমূল কংগ্রেস ছাড়ার আগেই উত্তর কলকাতার খন্না মোড়ের কাছে অরবিন্দ টাওয়ারে মুকুল রায় একটি নতুন অফিস খোলেন। গতকাল রাত্রে আচমকাই গ্রেফতার করা হয় সেই বাড়ির মালিক শরদ সিংহকে। খন্না মোড়ের কাছে গাড়ির মধ্যে থেকেই গ্রেফতার করা হয় তাঁকে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, গ্রেফতারির পরে স্থানীয় থানায় না নিয়ে গিয়ে শরদ সিংহকে সরাসরি লালবাজারে নিয়ে যাওয়া হয়। এরপর খবর পেয়ে লালবাজারে বিজেপি নেতাকর্মীরা গেলে তাঁদের জানানো হয়, অভিযুক্ত শরদ সিংহ ২০১১ সালে শেয়ার কেনা সংক্রান্ত কিছু পরামর্শ দিয়েছিলেন এক ব্যক্তিকে। তাঁর কথা মতো শেয়ারে বিনিয়োগ করে আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শরদ সিংহকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনায় রীতিমত ক্ষুব্ধ মুকুল রায় শিবির। মুকুল রায়ের আইনজীবী সোম মণ্ডল জানিয়েছেন, এই ঘটনার কথা জানিয়ে রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীর কাছে দরবার করার পরিকল্পনা রয়েছে। রাজ্যপালের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি শাসনের দাবি জানানো হবে। অন্যদিকে স্বয়ং মুকুল রায় ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানিয়েছেন, অনেক জায়গাতেই এমন হচ্ছে, পুলিশ দিয়ে ভয় দেখাতে চাইছে সরকার, কিন্তু এভাবে আমায় আটকে রাখা যাবে না, এভাবে গণতন্ত্রের কন্ঠরোধ করা যায় না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!