এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাটকীয়তায় মোড়া বিজেপির বিরোধী দলনেতা পদ! মুকুল-শুভেন্দু রসায়ন আরও পোক্ত হওয়ার স্পষ্ট ইঙ্গিত

নাটকীয়তায় মোড়া বিজেপির বিরোধী দলনেতা পদ! মুকুল-শুভেন্দু রসায়ন আরও পোক্ত হওয়ার স্পষ্ট ইঙ্গিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্যের নতুন মন্ত্রিসভা যেমন গঠিত হল, তেমনি বিরোধী দলনেতা নির্বাচন করল গেরুয়া শিবির। বিরোধী দলনেতা হলেন জায়েন্ট কিলার ও দক্ষ সংগঠক হিসেবে খ্যাত শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূলের বিজয় রথকে তিনি থামিয়ে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে পর্যন্ত পরাস্ত করেছেন তিনি। আজ তার বড় পুরস্কার পেলেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা রূপে মুকুল রায়ের নাম ইতিপূর্বে উঠে এসেছিল। কিন্তু শারীরিক কারণে মুকুল রায় এই দায়িত্ব নিতে ইচ্ছুক ছিলেন না। এছাড়া মুকুল রায় হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। বড়ো দায়িত্বে রয়েছেন তিনি। তাই নতুন করে আর দায়িত্ব নিতে তিনি ইচ্ছুক ছিলেন না। আবার, বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারীর অভিজ্ঞতা মুকুল রায়ের তুলনায় যথেষ্ট বেশি। তাই শুভেন্দু অধিকারীর নামের প্রস্তাব করেছিলেন মুকুল রায় নিজেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ হেস্টিংস কার্যালয়ে বিজেপির একটি বৈঠক চলে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিজেপির বিজয়ী বিধায়কেরাও উপস্থিত ছিলেন। এখানেই মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেছিলেন বিরোধী দলনেতা হিসেবে। উপস্থিত অনেকেই এই প্রস্তাবকে সমর্থন করেছেন। তাই বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হবার কারণে মুকুল, শুভেন্দুর রসায়ন আরো পোক্ত হলো। লড়াকু নেতা হলেন শুভেন্দু অধিকারী। আবার দক্ষ সংগঠক রূপেও যথেষ্ট খ্যাতি আছে তাঁর। আর এবার তিনি হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় এলেও কথা রেখেছিলেন তিনি। বড়োসড়ো লড়াই দিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি পরাস্ত করেছেন নন্দীগ্রাম থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!