এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গ দখলের স্বপ্ন অধরা, কি হবে ভারপ্রাপ্ত কৈলাশের! নাড্ডার বৈঠকে জল্পনা!

বঙ্গ দখলের স্বপ্ন অধরা, কি হবে ভারপ্রাপ্ত কৈলাশের! নাড্ডার বৈঠকে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনে বাংলা কার্যত পাখির চোখ হয়ে গিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের। তাই অনেক আগে থেকেই বাংলার জমিকে মজবুত করতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে বাংলার পর্যবেক্ষক করা হয়েছিল। রাজ্যের সংগঠন কিভাবে পরিচালনা করা হবে, কিভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা হবে, তার সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতেন এই কৈলাস বিজয়বর্গীয়। বলতে গেলে, বাংলার সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করেছেন তিনি।

কিন্তু নির্বাচনের আগে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করবে বলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বিশ্বাস দেওয়া সেই কৈলাস বিজয়বর্গীয়র ভূমিকা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য বিজেপির অন্দরমহল থেকে শুরু করে জেলা স্তরের বিজেপি নেতা কর্মীদের মধ্যে। কেননা গেরুয়া শিবির বহু চেষ্টা করেও, তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি। তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আর তারপরেই কৈলাস বিজয়বর্গীয়র অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা মুকুল রায় পদ্মফুল শিবির ছেড়ে যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে।

আর তারপর থেকেই কৈলাস বিজয়বর্গীয়র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, তৃণমূলের সঙ্গে সেটিং করে দলকে এই ফলাফলের মুখে দাঁড় করিয়েছেন। তাই অবিলম্বে তাকে বাংলার পর্যবেক্ষক থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে দেখা যাচ্ছে একাংশকে। আর এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে মঙ্গলবার রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই বৈঠকেই কৈলাস বিজয়বর্গীয়র ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আগামীকাল মঙ্গলবার ভোটের ফলাফলের পর বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। পাশাপাশি এই বৈঠকে অন্যান্য কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে বাংলার জন্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত কৈলাস বিজয়বর্গীয়র।

আর সেই বৈঠকেই রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার পাশাপাশি ভোটে ভরাডুবির বিষয়টি উঠে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। সেদিক থেকে কৈলাস বিজয়বর্গীয়কে নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দাবি একাংশের। কেননা বাংলায় বিজেপি ভালো ফলাফল না করার পরেই সেই কৈলাস বিজয়বর্গীয় পর্যবেক্ষক থাকার কারণেই দল ভালো ফলাফল করতে পারেনি বলে দাবি তুলতে শুরু করেছেন একাংশ। এক্ষেত্রে এই কেন্দ্রীয় নেতাকে দ্রুত সরিয়ে দেওয়া উচিত বলেও দাবি করতে দেখা যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে আগামীকালের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি নেতা কর্মীদের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিজেপির হাইপ্রোফাইল বৈঠকেই বাংলার পর্যবেক্ষক থেকে অব্যাহতি নিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়? বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আগে থেকে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয় এই বৈঠকে থাকবেন বলে মনে করা হলেও, শেষ পর্যন্ত তিনি কী করবেন, তা নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে। কেননা বাংলার ভোটের পর থেকে সেভাবে আর কৈলাস বিজয়বর্গীয়কে দেখা যাচ্ছে না। মাঝে হনুমান ভজনায় তিনি মত্ত হয়ে রয়েছেন বলে ট্যুইটে তার ছবি প্রকাশ্যে আসে। আর ভোটে ভরাডুবির পর কার্যত উধাও হয়ে যাওয়া কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে এখন জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী।

এদিন এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, “কৈলাস বিজয়বর্গীয় থাকবেন কি থাকবেন না, তার কিছু জানায়নি। আপাতত তাকে বক্তার তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তিনি যোগ দেবেন বলে জানালে বক্তারা তালিকায় তার নাম ঢোকানোর সুযোগ আছে।” অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয়র পারফরম্যান্সে কেন্দ্রীয় নেতৃত্ব যে খুব একটা খুশি নয়, তা গুরুত্বপূর্ণ বৈঠকে তার মত হেভিওয়েট নেতার বক্তার তালিকায় জায়গা না পাওয়ার ঘটনাতেই কার্যত পরিষ্কার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!