এখন পড়ছেন
হোম > রাজ্য > তবে কি তৃণমূলে যাবেন ,জল্পনা বাড়িয়ে দল ছাড়লেন হেভিওয়েট কংগ্রেস নেতা

তবে কি তৃণমূলে যাবেন ,জল্পনা বাড়িয়ে দল ছাড়লেন হেভিওয়েট কংগ্রেস নেতা

এদিন কংগ্রেস ছাড়লেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আমিনুল ইসলাম। ২০১৬ সালে তিনি বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র ঠেকলে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন কিন্তু তৃণমূলের সুব্রত সাহার কাছে হেরে যান। জানা গেছে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা সামশুল হোদাকে দলে নেওয়া নিয়ে মনোমালিন্য থেকেই দল ছেড়েছেন তিনি। এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চোধুরী বলেন, “সম্প্রতি সাগরদিঘিতে তৃণমূলের প্রায় ৩১ জন পঞ্চায়েত সদস্য কংগ্রেসে যোগ দিয়েছেন। শুনছি, তাদের দলে নেওয়ার জন্যই অভিমানে দল ছেড়েছে আমিনুল। তাকে আমি পিসিসি সদস্য করেছিলাম। দু’দুবার সাগরদিঘি বিধানসভায় দলীয় প্রার্থীও হয়েছে। এর চেয়ে বেশি কিছু তৃণমূল ওঁকে দেবে বলে মনে হয় না।’’স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তবে কি তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। অন্তত অধীর বাবুর কথা ধরলে তো তাই হয়।এই নিয়ে আমিনুলবাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ‘‘এখনই কিছু বলছি না।’’ পাশাপাশি তিনি বলেন যে তিনি বলেন, “আমি সাগরদিঘির পিসিসি সদস্য। কিন্তু আমাকে না জানিয়েই শামসুলকে কংগ্রেসে নেওয়া হয়েছে।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!