এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভন বিদায়ের পর মন্ত্রীসভায় ‘নতুন মুখ’ হিসাবে আসতে চলেছেন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের ‘সৈনিক’

শোভন বিদায়ের পর মন্ত্রীসভায় ‘নতুন মুখ’ হিসাবে আসতে চলেছেন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের ‘সৈনিক’

রাজ্যের গুরুত্ত্বপূর্ন মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পর্বের ইতি ঘটতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে রাজনীতিতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। শোভনবাবুর ছেড়ে যাওয়া একটি দপ্তরের দায়িত্ত্ব পেতে চলেছেন ‘নতুন মুখ’। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের ‘সৈনিক’ হিসাবে পরিচিত বিধাননগরের বিধায়ক সুজিত বসুর হাতে যেতে চলেছে দমকল দপ্তরের দায়িত্ত্ব।

সুজিতবাবু প্রয়াত বামনেতা সুভাষ চক্রবর্তীর ভাবশিষ্য বলেই পরিচিত ছিলেন। কিন্তু এরপরেই তিনি তৃণমূল নেত্রীর অনুপ্রেরণায় দলবদল করেন। একসময় তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি লোকসভার প্রার্থীও হন – কিন্তু, সেখানে শিকে না ছিঁড়লেও, বিধানসভায় বাজিমাত করেন তিনি। তাঁর হাত ধরেই বিধাননগরের উন্নয়ন করে চলেছেন মুখ্যমন্ত্রী।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই শোভন চট্টোপাধ্যায়ের পর্ব সমাপ্ত হতেই সুজিতবাবুকে মন্ত্রীসভায় নিয়ে আসার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। প্রসঙ্গত, শোভনবাবুর হাতে থাকা তিনটি দপ্তরের মধ্যে আগেই পরিবেশ দপ্তর সামলানোর দায়িত্ত্ব শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন দলনেত্রী। এরপর, শোভনবাবু ইস্তফা দিতেই তাঁর হাতে থাকা দমকল ও আবাসন দপ্তরের দায়িত্ত্ব তিনি দেন ফিরহাদ হাকিমকে।

এদিকে ফিরহাদ হাকিমের হাতে ইতিমধ্যেই ছিল পুর ও নাগরোন্নয়নের মত গুরুত্ত্বপূর্ন দপ্তর। এর সাথেই শোনা যাচ্ছে, তাঁকেই কলকাতার পরবর্তী মেয়র করা হতে চলেছে। আর তাই, তাঁর ভার কিছুটা লাঘব করতেই এবার সুজিতবাবুর মত তরুণ তুর্কিকে মন্ত্রীসভায় নিয়ে আসার পরিকল্পনা চলছে। সবমিলিয়ে শোভন-পর্বের পর শাসকদলের অনেক সমীকরণই বদলে যাচ্ছে এবং তা অত্যন্ত দ্রুত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!