বাংলায় নির্বাচনে বলি হল দ্বিতীয় প্রাণ! এবার রহস্যজনক মৃত্যু ভোটকর্মীর – তদন্তের পথে কমিশন উত্তরবঙ্গ বিশেষ খবর মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য April 23, 2019 আজ সারা দেশের সঙ্গে বাংলার পাঁচ আসনেও চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ। বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ – এই পাঁচ আসনে মোট ৬১ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা আজ। সারাদিন ধরে কেমন চলছে নির্বাচনী আবহ – দেখে নিন একনজরে – ২৮. বাবুলাল মুর্মু নামে ওই ব্যক্তি বালুরঘাটে রিজার্ভ ভোটকর্মী হিসাবে ছিলেন, গতকাল রাতে তিনি বাড়ি ফেরেন – দুর্ভাগ্যজনক এই আত্মহত্যার পিছনের সত্যি জানতে তদন্তের পথে কমিশন, চেয়ে পাঠালো পূর্ণাঙ্গ রিপোর্ট ২৭. বাংলার নির্বাচনে দ্বিতীয় মৃত্যু – এবার মৃত্যু হল এক ভোট কর্মীর ২৬. মুর্শিদাবাদে একাধিক জায়গায় বোমাবাজি, তৃণমূলের দিকে আঙুল তুলে কমিশনের সামনে ধর্নায় কংগ্রেস ২৫. উত্তর মালদার রতুয়াতে বিজেপির কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস, তীব্র উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ২৪. এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন, কমিশনের দাবি ভোট বন্ধ হয় নি, গন্ডগোল হয়েছে গ্রামে ২৩. প্রায় ৯০% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েও আটকানো গেল না বাংলার নির্বাচনে মৃত্যু মিছিল। হাঁসুয়ার কোপে মৃত্যু হল কংগ্রেস কর্মী আব্দুল কালাম টিয়ারুল শেখের, অভিযোগের তীর সেই তৃণমূলের দিকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর দুই সঙ্গী। ২২. মুর্শিদাবাদের একাধিক জায়গায় তৃণমূলের সঙ্গে বিরোধীদের দফায় দফায় সংঘর্ষের খবর ২১. এবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন খোদ বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলে অভিযোগ আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ২০. মালদা উত্তরে তৃণমূল এজেন্টের গাড়িতে কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ ইয়াসিনকে দেখা গেছে বলে অভিযোগ, তাঁর অনুগামীরা রতুয়া জুড়ে বুথ দখল করে নিচ্ছে বলে কংগ্রেসের তরফে অভিযোগ ১৯. মালদা উত্তরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করে নিয়েছে বলে অভিযোগ ১৮. মালদা ও ইটাহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের প্রভাবিত করছে বলে কমিশনে অভিযোগ জানালো তৃণমূল ১৭. বালুরঘাট লোকসভার তপনে বিজেপি কর্মীকে পিস্তলের বাঁট ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ১৬. বালুরঘাটের কুমারগঞ্জে তৃণমূলের প্রাক্তন বিধায়িকা মাহুমেদা বেগমের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা ও বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ ১৫. কুশমন্ডির বিভিন্ন বুথে দেদার ছাপ্পার অভিযোগ ১৪. কুশমণ্ডিতে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি সমর্থক ১৩. খড়গ্রামে কংগ্রেসের ব্লক সভাপতি আবদুস সালামকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ১২. আবার বোমাবাজি – এবার ডোমকলের টিকটিকিপাড়ায়, আহত তৃণমূল সমর্থক ১১. কালিয়াচকে ভোটারকে বুথে যাওয়া নিয়ে তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হল ১০. গঙ্গারামপুরে বিরোধী এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৯. জঙ্গিপুরের সূতিতে ভোটারদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ব্যাড গেল না শিশুরাও ৮. ডোমকলের মানিকনগরে কংগ্রেস এজেন্টকে বুথ থেকে তুলে নিয়ে গেল পুলিশ, পুলিশের বক্তব্য তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধর করেছেন ওই এজেন্ট ৭. বালুরঘাটে ভোটারদের ঝালমুড়ি খাইয়ে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৬. ডোমকলের মোমিনপুরে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৫. রঘুনাথপুরে ভোটকেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৪. মুর্শিদাবাদের কুমরিপাড়ায় বুথের বাইরে শূন্যে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৩. জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ২. রতুয়ার বাহারালের বুথে বহিরাগতদের আনাগোনার অভিযোগ পেয়ে কমিশন সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল ১. ভোট শুরু হতেই ডোমকলের মানিকনগরে বোমাবাজির খবর, ঘটনায় আহত ৩ তৃণমূল সমর্থক বলে দাবি আপনার মতামত জানান -