এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মিমের ঘর ভাঙলেও মমতার চিন্তা বাড়িয়ে এবার রাজ্যে আসছেন মিম প্রধান

মিমের ঘর ভাঙলেও মমতার চিন্তা বাড়িয়ে এবার রাজ্যে আসছেন মিম প্রধান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য সমাপ্ত হয়েছে বিহার বিধানসভার নির্বাচন। আর বিহারের পাঁচটি আসন জেতার পরেই বাংলাকে টার্গেট করে নিয়েছে হায়দ্রাবাদের রাজনৈতিক দল এআইএমআইএম। সূত্রের খবর, শনিবার এই রাজনৈতিক দলের বাংলার নেতারা হায়দ্রাবাদে গিয়ে তাদের দলের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে দেখা করেছেন। আর তারপরেই বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছে যে, খুব তাড়াতাড়ি বঙ্গ সফরে আসতে চলেছেন আসাদউদ্দিন ওয়েইসি।

স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে যদি মিম সুপ্রিমো বাংলায় আসেন তাহলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনের পর মিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা বাংলাতে প্রার্থী দেবে। সেক্ষেত্রে এতদিন তৃণমূলের দখলে থাকা সংখ্যালঘু ভোট যদি মিমের দিকে চলে যায়, তাহলে ভোট ভাগাভাগিতে অনেক আসনে বিজেপি শেষ হাসি হাসতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এই সমস্ত সমীকরণকে মাথায় রেখে আসাদউদ্দিন ওয়েইসি যদি বাংলা সফর করেন, তাহলে তা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলেই দাবি বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত উল্লেখ্য, দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং দুই 24 পরগনায় এমন বেশ কিছু আসন আছে, যেখানে সংখ্যালঘু ভোট নির্ণায়ক শক্তি হিসেবে রয়েছে‌। স্বাভাবিক ভাবেই এই সমস্ত আসনগুলোকে এখন পাখির চোখ পড়েছে এআইএমআইএম। তাই সমস্ত আসনে যদি আগামী দিনে মিম প্রার্থী দেয়, তাহলে তৃণমূলের অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পাবে। কেননা গত লোকসভা ভোটে এই সংখ্যালঘু ভোট বেশি থাকার কারণে বেশ কিছু আসনে তৃণমূলের মুখ রক্ষা হয়েছে।

স্বাভাবিকভাবেই যদি বিধানসভা নির্বাচনে মিম প্রার্থী দেয়, তাহলে সেই সমস্ত আসনে ভোট কাটাকাটি হতে পারে। যার ফলে ফায়দা তুলে নিতে পারে ভারতীয় জনতা পার্টি। আর এই সমীকরণ তৈরি হতে না হতেই আসাদউদ্দিন ওয়েইসির বাংলা সফর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তৃণমূলের অন্দরমহলে। তবে আসাদউদ্দিন ওয়েইসি বাংলায় আসার জন্য তৎপর হলেও, তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “বিহারে কিছু উর্দু ভাষাভাষী এলাকায় মিম কিছু আসন জিতেছে। বাংলায় বিশেষ সুবিধা করতে পারবে না।” একইভাবে মিমকে গুরুত্ব দিতে রাজি হয়নি ভারতীয় জনতা পার্টিও। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “বাংলার লড়াই তৃণমূল বনাম বিজেপির। এখানে মিম কোনো ছাপ ফেলতে পারবে না।” তবে তৃনমূল বা বিজেপি যে যে কথাই বলুন না কেন, আগামী বিধানসভা নির্বাচনের যদি বাংলায় মিম প্রার্থী দেয়, তাহলে বিজেপির থেকে অনেক বেশি চাপ হতে পারে তৃণমূল কংগ্রেসের বলে দাবি বিশেষজ্ঞদের।

কেননা ভোট কাটাকুটি একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ মিমের দিকে গেলে তৃণমূলের দখলে থাকা সংখ্যালঘুদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। স্বাভাবিক ভাবেই এই সমস্ত আসনে জয়লাভ করে যেতে পারে বিজেপি প্রার্থী। এর মাঝেই আসাদউদ্দিন ওয়েইসির বাংলা সফর নিয়ে এবার তৃনমূলের অন্দরমহলে শোরগোল পড়ে গেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!