এখন পড়ছেন
হোম > রাজ্য > অবশেষে কি খুলছে স্কুলের দরজা? রাজ্যের কাছে যাচ্ছে চিঠি! আশার আলো!

অবশেষে কি খুলছে স্কুলের দরজা? রাজ্যের কাছে যাচ্ছে চিঠি! আশার আলো!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলো। মাঝে কিছুদিনের জন্য পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও, তৃতীয় ঢেউয়ের কারণে আবার তা বন্ধ করে দেওয়া হয়। তবে সমস্ত কিছু খোলা থাকলেও কেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিভাবক, অভিভাবিকা থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা এই ব্যাপারে আওয়াজ তুলতে শুরু করেছেন। বিরোধীদের পক্ষ থেকেও এই ব্যাপারে সরকারকে আক্রমণ করা হচ্ছে।

আর এই পরিস্থিতিতে এবার গুরুত্বপূর্ণ বৈঠক করে স্কুল খোলার ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিল কোভিড গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি।সূত্রের খবর, আজ এই ব্যাপারে কোভিড গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি একটি ভার্চুয়াল বৈঠক করে। আর সেখানেই অবিলম্বে যে স্কুল খুলে দেওয়া দরকার, সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর তারপরেই সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয় এই কমিটি। একাংশ বলছেন, বিশ্বব্যাংক থেকে শুরু করে ইউনিসেফ সকলেই এখন শিক্ষা প্রতিষ্ঠান সচল করার কথা বলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে রাজ্যকে এই ব্যাপারে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিল কমিটি। স্বাভাবিকভাবেই এই কমিটি যখন প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তখন রাজ্য সবদিক দেখভাল করে খুব দ্রুত বিদ্যালয় খুলে দিতে পারে বলেই মনে করছেন একাংশ। যাকে কেন্দ্র করে আশার আলো তৈরি হয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!