খুব শীঘ্রই বিনাশ হবে ঘাসফুল দাবি জয় বন্দ্যোপাধ্যায়ের বিশেষ খবর রাজ্য November 27, 2017 চলতি মাসেই দলবদল করেছেন মুকুল রায় আর তারপর থেকেই তোপ দাগতে শুরু করেছেন তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে। পালটা জবাব দিয়ে তৃণমূল নেতারাও তোপ দাগছেন মুকুল রায়ের বিরুদ্ধে। যা নিয়ে বেশ সরগরম রাজ্য রাজনীতি। এই বিষয়টিকেই হাতিয়ার করেছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। দিন ঘনিয়ে এসেছে তৃণমূলের, খুব শীঘ্রই অস্তমিত হবে ঘাসফুল, এমনকি আগামী পঞ্চায়েত নির্বাচনেও লড়তে পারবে না তারা – এমনটাই দাবি করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।রবিবার মুর্শিদাবাদের বেলডাঙার দলীয় সভা থেকেই তৃণমূলকে এইরকম উচ্চসুরে বিঁধলেন তিনি। খুব জোর গলায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি জনসাধারণকে বলেন, এই মুহূর্তে তৃণমূল নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে, বিজেপি নেতা-কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করছে, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছে। আর তৃণমূল নিজেদের দল বাঁচাতেই ব্যস্ত হয়ে রয়েছে। একইসঙ্গে তিনি আরও বলেছেন, তৃণমূলের নেতারা বুঝে গিয়েছে যে দলটা আর থাকবে না, সেই কারণে শুধু মাত্র দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে দিদির ভাইয়েরা। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস সমগ্র দলটাই অস্তমিত হয়ে যাবে। আপনার মতামত জানান -