এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার প্রয়োজনে রক্ত দিয়েও বাংলার মুখ্যমন্ত্রীর সম্মান রক্ষা করবে বামফ্রন্ট

এবার প্রয়োজনে রক্ত দিয়েও বাংলার মুখ্যমন্ত্রীর সম্মান রক্ষা করবে বামফ্রন্ট

রাজনৈতিক মতাদর্শগত বিভেদ প্রকট দুই দলের, রাজ্য রাজনীতিতে তারা দুই মেরুর । শিল্প বা কর্মসংস্থানের জন্য রাজ্য সরকারের তৎপরতা নেই এই অভিযোগে ধর্মতলায় তাদের সমাবেশ। কিন্তু সেই সভা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান রক্ষার জন্য রক্ত দিতেও পিছপা হবে না বলে জানালো যুব সিপিএম। পদ্মাবতী ছবিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া নিয়ে এমনিতেই সরব তৃণমূল, কিন্তু তাদের থেকে কয়েক পা এগিয়ে সরাসরি লড়াইয়ের ঘোষণা শোনা গেল সিপিএমের মুখে।
রবিবার রানী রাসমণি অ্যাভিনিউয়ে ডিওয়াইএফআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সভায় উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লা ও এম এ বেবি। ওই সভাতেই যুব সংগঠনের রাজ্য সভাপতি ও সিপিএমের রাজ্য কমিটি সদস্য সায়নদীপ মৈত্র বলেন, কিছু হনুমান মুখ্যমন্ত্রীর নাক কেটে নেওয়ার হুমকি দিয়েছে, তৃণমূল বেরোবে কি না জানি না। কিন্তু আমরা বলছি মুখ্যমন্ত্রীর গায়ে হাত দিলে আমরা বুক পেতে দাঁড়াব। প্রয়োজনে রক্ত দিয়ে লড়াই করব। এ রাজ্যের সংস্কৃতি ওরা জানে না। মহিলাদের সম্মান রক্ষায় আমরা সামনে দাঁড়িয়েই লড়াই করব। অতীতে অনিল বিশ্বাস থেকে অনিল বসু অনেকেই মমতাকে কুকথা বলেছেন এবং তা নিয়ে দুঃখ প্রকাশও করেছেন। কিন্তু রাজ্যে যখন শাসকদলের দাপটে বামফ্রন্ট প্রায় মুছে যাবার জায়গায় যাচ্ছে, তখন এইভাবে মুখ্যমন্ত্রীর সমর্থনে মুখ খোলার কারণ কি? বামসূত্রে বলা হচ্ছে, প্রশ্নটা ব্যক্তি বিশেষে নয় প্রশ্ন মুখ্যমন্ত্রী পদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!