এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর নিজের গ্রামেই মুখ থুবড়ে পড়েছে ‘স্বচ্ছ ভারত অভিযান’, অস্বস্তিতে বিজেপি

প্রধানমন্ত্রীর নিজের গ্রামেই মুখ থুবড়ে পড়েছে ‘স্বচ্ছ ভারত অভিযান’, অস্বস্তিতে বিজেপি


গুজরাটের আসন্ন নির্বাচনের আগেই মেহসেনা জেলার ভেদনগর গ্রাম তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম-ভূমির মহিলাদের বক্তব্যে একরাশ প্রতিবাদ ঝড়ে পড়লো প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রতি। বিবিসির তরফে এক সাংবাদিক ওই গ্রাম পরিদর্শনে এলে ওই ত্রিশ হাজারি বাসিন্দার গ্রামের বিভিন্ন বয়সের মহিলাদের প্রতিনিধি হয়ে ৩০ বছরের দক্ষ বেন জানান যে এই গ্রামে বাচ্ছা থেকে বয়স্কা সব মহিলাদেরই উন্মুক্ত স্থানেই মলত্যাগ করতে হয়। পুরুষ এবং মহিলাদের জন্য দুটি পৃথক ময়দান রয়েছে এখানে। এই প্রসঙ্গে ভেদনগরের আরেক মহিলা বিবিসি কে জানান যে, আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা মাথার উপর ছাদ আর টয়লেট পাবো। কোনোটাই পাইনি।

প্রসঙ্গত ভারত সরকারের পক্ষ থেকে গ্রাম প্রতি টয়লেটের জন্য বরাদ্দ ৯ লাখ টাকা। কিন্তু গত মাসে স্বয়ং নরেন্দ্র মোদীর নিজের গ্রাম সফরের পরেও ৫০০ টি বাড়ির টয়লেট বিহীন এই গ্রাম যে কেন ব্রাত্য হয়ে আছে তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে রোজ রোজ গ্রামবাসীদের লোটা নিয়ে খোলা ময়দানে মল ত্যাগের বিনিময়ে মর্যাদা-আব্রু ক্ষুণ্ন করতে হচ্ছে কেন সেই নিয়েও। গ্রামের মহিলাদের ধারণা নেই কেন ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় থাকা এই গ্রামে এখনো কেন শৌচাগারের মত ‘বেসিক’ জিনিস কেন এখনো হল না। আগামী নির্বাচনের আগে ভেদনগরের মহিলাদের তাই একটাই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, আর তা হলো টয়লেট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!