এখন পড়ছেন
হোম > জাতীয় > বুকি বাজারে বাড়ছে কংগ্রেসের ‘দাম’, উৎকন্ঠা বাড়ছে বিজেপির

বুকি বাজারে বাড়ছে কংগ্রেসের ‘দাম’, উৎকন্ঠা বাড়ছে বিজেপির

সূত্র মারফত জানা যাচ্ছে গুজরাটের বিধানসভা নির্বাচন নিয়ে হাজার হাজার কোটি টাকার বেটিং চলছে। আর এই বেটিং বাজারের দর দেখে ক্রমশ কপালের ভাঁজ চওড়া বিজেপি নেতৃত্ত্বের। কেননা কিছুদিন আগেও বুকি বাজারে কংগ্রেসের দর ছিল ১ টাকায় ৭ টাকা আর বিজেপির ১ টাকায় ১.২৫ টাকা। অর্থাৎ বুকি বাজার বলছে গুজরাটে বিজেপি জিততে চলছে নির্দ্বিধায়। কিন্তু বর্তমানে নাকি বিজেপির দরে কোনো পরিবর্তন না হলেও, কংগ্রেসের দর হয়েছে ১ টাকায় ২ টাকা। অর্থাত্‍ বুকিদের রেটিংয়েও কংগ্রেস লড়াইয়ের জায়গায় পৌঁছে গিয়েছে।
আর এ থেকেই উঠে আসছে চমকপ্রদ তথ্য। বুকি বাজারের দর অনুযায়ী বিজেপির আসন গতবারের থেকে কমে যেতে পারে, বিজেপি পেতে পারে ১০০ টি মত আসন, অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৮০ টি আসন। অর্থাৎ ক্ষমতায় আসছেই সেই বিজেপিই, কিন্তু তা সত্ত্বেও অশনি সংকেত দেখা দিচ্ছে বিজেপির জন্য। বুকিরা বলছেন, বিজেপির জয় নিশ্চিত। নরেন্দ্র মোদী এখনও রাজ্যের সবচেয়ে জনপ্রিয় মানুষ। তাঁকে দেখেই মানুষ বিজেপিকে ভোট দেবে। তবে জিএসটি ও পতিদারদের ইস্যুকে সামনে রেখে কংগ্রেস আগের চেয়ে সম্মানজনক জায়গায় পৌঁছবে। শহরাঞ্চলে লড়াই হলেও গ্রামীণ এলাকায় বিজেপি সহজেই জিতবে। আর যা দেখে-শুনে ২০১৯ এর জন্য সলতে পাকাবার কাজ শুরু করে দিতে চাইছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!