এখন পড়ছেন
হোম > জাতীয় > পুলিশ বিষয়ে বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের, বিপাকে তৃণমূল

পুলিশ বিষয়ে বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের, বিপাকে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের পুলিশ বিষয়ে বিশেষ নির্দেশ নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককে এবার চিঠি দিয়ে জানানো হলো যে, এ বছরের বিধানসভা নির্বাচনে কোন সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, স্টুডেন্ট পুলিশকে নিবাচনের কাজে ব্যবহার করতে পারবেনা প্রশাসন। এমনকি, নির্বাচনের দু-তিন দিন আগে থেকে যে সমস্ত এলাকায় ভোট হবে, সেখানে ইউনিফর্ম পরে কাজে যেতেও পারবেন না এই পুলিশরা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে, ভোটের তিন দিন আগে থেকে শুরু করে ভোট শেষ হওয়ার একদিন পর পর্যন্ত ইউনিফর্ম পড়ে কাজ করতে পারবেন না সিভিক পুলিশ, স্টুডেন্ট পুলিশ, গ্রিন পুলিশ প্রমুখরা। ইতিপূর্বে, নির্বাচন কমিশন যখন রাজ্যে এসেছিল, সে সময় কমিশনের আধিকারিকরা জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে এই ধরনের পুলিশদের ব্যবহার করা যাবে না। সম্প্রতি, নির্বাচনের ঘোষণা হয়েছে। রাজ্যজুড়ে মডেল কোড অফ কনডাক্ট চালু হয়ে গেছে। এরপর এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেয়া হলো রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি রাজ্যে আসতে চলেছেন দুজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। আবার রাজ্যে আসছেন দুজন বিশেষ পর্যবেক্ষক। প্রতিটি জেলায় তিনজন করে পুলিশ পর্যবেক্ষক থাকতে চলেছেন। আবার প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য দুজন করে সাধারণ পর্যবেক্ষক থাকবেন। আবার, মোট ৮ দফা নির্বাচনে মোট ৫৬০ জন পর্যবেক্ষক থাকবেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে সাধারণ পর্যবেক্ষকের ভার্চুয়াল বৈঠক হয়েছিল।

এবার সেক্টর অফিসারদের প্রতি বিশেষ নজর রাখতে তাঁদের গাড়িতে জিপিএস বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ রাখতে আগামী ২৫ সে মার্চের মধ্যে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। আবার, আগামী ৮ ই মার্চের মধ্যে আসতে চলেছে ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই আবহে পুলিশ বিষয়ে একাধিক কঠোর পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!