এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মার্চ থেকেই তৃণমূলে ফিরতে চাইছেন মুকুল? অভিষেকের সঙ্গে কথা বলতে বলেছেন মমতা? জল্পনা চরমে!

মার্চ থেকেই তৃণমূলে ফিরতে চাইছেন মুকুল? অভিষেকের সঙ্গে কথা বলতে বলেছেন মমতা? জল্পনা চরমে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বর্তমানে মুকুল রায়কে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে তীব্র শোরগোল তৈরি হয়েছে। সম্প্রতি দিল্লির বৈঠকে গিয়েও আবার কলকাতায় ফিরে এসেছেন মুকুল রায়। বিজেপিতে যোগদানের পর দলকে বহু সাফল্য পাইয়ে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত তিনি কোনো পদ পাননি। আর এই পরিস্থিতিতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

অনেকেই দাবি করছেন, তিনি আবার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস ফিরে যেতে পারেন। আর এই অবস্থায় এবার মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু রায়ের রাজনৈতিক অবস্থা নিয়ে ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ল। বিশেষ ওই সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে যে, গত মার্চ মাস থেকেই তৃণমূলে ফেরার জন্য যোগাযোগ শুরু করেছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়।

এমনকি এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুলবাবুর পুত্র দেখা করেছেন বলেও খবর। এক্ষেত্রে ওই সংবাদমাধ্যমের বক্তব্য অনুযায়ী জানা গেছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে শুভ্রাংশুবাবু আবেদন করেছেন যে, তাঁকে যেন তৃণমূল কংগ্রেসে নেওয়া হয়। আর তখনই মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ব্যাপারটি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন বলে শুভ্রাংশু রায়কে জানিয়ে দেন। আর মুকুল রায়ের রাজনৈতিক গতিপথ নিয়ে যখন বাংলার মাটিতে জল্পনা চলছে, ঠিক তখনই শুভ্রাংশু রায়ের এইরকম গতিপথ এবং সংবাদমাধ্যমের দাবি নিঃসন্দেহে গুঞ্জন সৃষ্টি করেছে বঙ্গ রাজনীতিতে।

একাংশের প্রশ্ন, তাহলে কি অবস্থা বুঝেই এবার ধীরে ধীরে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করছেন মুকুল রায়? আর তাই পুত্রকে দিয়ে নিজের প্রাক্তন দলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠিয়েছিলেন তিনি? ওই সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে যে, মুকুল রায়কে তৃণমূল সেভাবে গ্রহণ করতে চাইছেন। আর তার পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ। কিন্তু ঠিক কী কী কারণ কাজ করছে?

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী প্রথমত, মুকুল রায় তৃণমূলে ফিরতে চাইলেও, তৃণমূলের কাছে বেশ কিছু দাবি লিখেছেন। তার মধ্যে অন্যতম তার সাথে যারা বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের সকলকেই তৃণমূল যেন গ্রহণ করে। কিন্তু এক্ষেত্রে তৃণমূলের প্রবল আপত্তি রয়েছে। শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখোমুখি বসে সমস্ত ব্যাপারটি দেখা হবে। তাই এক্ষেত্রে তারা কোনো কথা দিতে পারছে না। দ্বিতীয়ত, মুকুলবাবু তৃণমূলের কাছে আরও দাবি করেছেন যে, তার পুত্র শুভ্রাংশু রায়কে হয় দলে, না হলে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে বসাতে হবে। কিন্তু এক্ষেত্রেও আপত্তি রয়েছে ঘাসফুল শিবিরের।

আর তৃতীয় তো নিজের জন্য তৃণমূলের কাছে একটি দাবি করেছেন তৃণমূলের এই প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড। সংবাদমাধ্যমের দাবি, মুকুল রায় তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন যে, তিনি তৃণমূলে যোগদান করতে পারেন, যদি তাকে আবার বড়সড় কোনো পদ দেওয়া হয়। কিন্তু এখানেই চরম আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের।

তাদের পাল্টা বক্তব্য, এমন করে কোনো কথা তারা দেবেন না। দলের পদ্ধতি অনুযায়ী যাকে যা দায়িত্ব দেওয়া হবে, তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আর এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে মুকুল রায়ের তৃণমূলে ফেরা আটকে যাচ্ছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে ওই সংবাদমাধ্যমের তরফে এই ব্যাপারে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি গোটা বিষয়টি নস্যাৎ করে দিয়েছেন। তার বক্তব্য, তিনি বিজেপিতেই আছেন। কিন্তু কেন বা কোন ইস্যুতে সেই সংবাদ মাধ্যম এমন তথ্য পেশ করল, আর বাস্তব এর সঙ্গে কতটা মিল খায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!