এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির নতুন রাজ্য কমিটিতে বাদ পড়েছেন বহু পুরনো সৈনিক! ক্ষোভে ফুঁসছে বিক্ষুব্ধ শিবির

বিজেপির নতুন রাজ্য কমিটিতে বাদ পড়েছেন বহু পুরনো সৈনিক! ক্ষোভে ফুঁসছে বিক্ষুব্ধ শিবির


2019 এর লোকসভা নির্বাচনে বিজেপি সারা ভারতবর্ষে অসাধারণ ফলাফল করে। দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। আর তারপর থেকেই বিভিন্ন রাজ্যে দলীয় সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু করে দেয় গেরুয়া শিবির। তবে বিজেপির সরকার থাকা সত্ত্বেও এবার ত্রিপুরাতে বিজেপিতে যে অন্তর্কলহ শুরু হল, তা নিয়ে রীতিমতো চিন্তা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে।

সূত্রের খবর, সম্প্রতি ত্রিপুরা বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেখানে বাদ পড়েছেন অনেক নেতা-কর্মী। যার ফলে ক্ষোভ তৈরি হচ্ছে বিজেপির অন্দরে। জানা গেছে, ত্রিপুরা বিজেপির প্রাক্তন সভাপতি রনজয় দেবের মত হেভিওয়েট নেতা এবারের রাজ্য কমিটিতে জায়গা পাননি। যার ফলে তৈরি হয়েছে অসন্তোষ। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে এই ব্যাপারে চিঠি দিয়ে উষ্মা প্রকাশ করেছেন সেই রনজয় দেব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত বিজেপির এই নতুন রাজ্য কমিটি গঠনের ব্যাপারে পুরনো যে সমস্ত নেতাকর্মী বাদ পড়েছেন, তাদের সকলেরই প্রধান অভিযোগ, বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে। তবে বিপ্লববাবু অবশ্য এই ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ। এদিন এই প্রসঙ্গে বিজেপির নবনিযুক্ত মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, “নতুন কমিটির অনুমোদন কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে। তারা সব কিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া যোগ্য কোনো নেতা বা কর্মীকে অসম্মান করার প্রশ্নই ওঠে না।”

তিনি আরও জানিয়েছেন, “যাদের নাম কমিটিতে নেই, তাদের সাংগঠনিক কাজে লাগানো হবে। বিপ্লববাবুর সঙ্গে এসবের কোনো যোগ নেই।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে নতুন কমিটি গঠন করা হলেও যেভাবে পুরনো সদস্যরা তাকে ব্রাত্য রইলেন, তা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ আসতে শুরু করেছে। আর এই অসন্তোষ যদি বিজেপি অবিলম্বে কমাতে না পারে, তাহলে আসছে দিন তাদের পক্ষে অত্যন্ত সুখকর নাও হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!