এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > স্থানীয় বিধায়ককে নিয়ে মন্ত্রী অরূপ রায়ের নাম ভাঙিয়ে আর্থিক প্রতারণার চেষ্টা, বিতর্ক তুঙ্গে

স্থানীয় বিধায়ককে নিয়ে মন্ত্রী অরূপ রায়ের নাম ভাঙিয়ে আর্থিক প্রতারণার চেষ্টা, বিতর্ক তুঙ্গে


বর্ধমানে মন্ত্রী অরূপ রায়ের নাম ভাঙিয়ে সমবায় সমিতি খোলার চেষ্টা আর তার সাথে নাম জড়িয়ে গেল প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের যা নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত বিতর্ক। সূত্র মারফত জানা যাচ্ছে বর্ধমানের বিতর্কিত সমবায় ব্যাংক, ‘দি প্রণবানন্দ কো-অপারেটিভ ব্যাংক’কে ঘুরিয়ে ‘প্রণবানন্দ সমবায় সমিতি’ নামে খোলার চেষ্টা করা হয়। এমনকি এই অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে সঙ্গে রীতিমত বিজ্ঞপ্তি দিয়ে আমানতকারীদের অর্থ ফেরৎ দেওয়ার টোপও দেওয়া হয়েছিল। আর তা জানতে পেরে ক্ষতিগ্রস্থ আমানতকারীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। ফলে ভণ্ডুল হয়ে যায় এই অপচেষ্টা।
পরে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, ওই ব্যাংকের আর্থিক অনিয়ম নিয়ে আদালতে মামলা চলছে। সম্প্রতি সমবায় সমিতি খোলার নামে আমার কাছে কয়েকজন কাগজপত্র নিয়ে এসেছিলেন। আমি সেই নথি দফতরে পাঠালে দফতর থেকে জানানো হয়, কোনওভাবেই এই সমবায়কে খোলার অনুমতি দেওয়া যাবে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!