এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একদিকে গেরুয়ার উত্থান, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তরবঙ্গ নিয়ে ঘুম উড়ছে শাসকের

একদিকে গেরুয়ার উত্থান, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তরবঙ্গ নিয়ে ঘুম উড়ছে শাসকের

উত্তরবঙ্গ, বিশেষ করে কোচবিহার নিয়ে শাসকদলের কপালের ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে। সীমান্তবর্তী জনপদগুলিতে বিজেপি সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে নিচুতলা থেকে খবর পৌঁছেছে তৃণমূল নেতৃত্বের কাছে। গোদের উপরে বিষফোঁড়ার মত আছে মুকুল-কাঁটা। শাসকদলের স্থানীয় সূত্রেই জানা যাচ্ছে, এরপর মুকুল রায় উত্তরবঙ্গ সফরে গেলে পুরনো দলের ‘বসে যাওয়া’ কর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেনই। যা বকলমে আগামী পঞ্চায়েত নির্বাচনে তো বটেই, বড়সড় প্রশ্নচিহ্নের মুখে শাসকদলের একাধিপত্যকে ফেলে দেবে আগামী দিনে। এর উপরে যোগ হয়েছে শাসকদলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, যার তালিকা হাতে পেয়ে চোখ কপালে উঠেছে শাসকদলের শীর্ষনেতৃত্ত্বের। জানা যাচ্ছে,

১. কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের সঙ্গে মিহির গোস্বামী, অর্ঘ্য রায়প্রধানের অনুগামীদের বিরোধ চরমে
২. দিনহাটায় উদয়ন গুহের অনুগামীদের সঙ্গে দলের কিছু পুরনো কর্মীর বিরোধ তীব্র
৩. দিনহাটার বিধায়ক উদয়নবাবু ও সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়ার অনুগামীদের মধ্যে বিরোধ
৪. নতুন করে মাথাচাড়া দিয়েছে যুব তৃণমূলে কোন্দল
৫. মাথাভাঙার বিধায়ক হিতেন বর্মন ও বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের অনুগামীদের বিরোধ চরমে পৌছছে
৬. সাংসদ পার্থপ্রতিম রায়েরও একটি গোষ্ঠী গড়ে উঠছে

আর এই পরিস্থিতি সামাল দিতে কালঘাম ছুটছে শাসকদলের শীর্ষনেতৃত্ত্বের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কয়েকদিন আগেই উদ্বিগ্ন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ছুটে এসেছিলেন সমস্যার সমাধানে। সেখানে এসে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে উদয়ন গুহ, এমনকী পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ প্রত্যেককেই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে গেছেন। পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ‘লালবাতি’ চলে গেলে কাউকে খুঁজে পাওয়া যাবে না। যে নেতা-জনপ্রতিনিধিরা দলের নিচুতলাকে ‘চমকে’ কাজ হাসিল করতে চাইছেন তাঁরা সংযত না হলে দল থেকে বার করে দেওয়ার কথা ভাবা হবে। হুঁশিয়ারির পাশাপাশি প্রকাশ্যেই নেতা ও ফুলেফেঁপে ওঠা কিছু জনপ্রতিনিধিদের সতর্ক করে কর্মীদের মন জয় করার পরামর্শ দিয়েছেন। এখন দেখার সুব্রতবাবুর এই দাওয়ায় কতটা কাজে লাগাতে পারেন উত্তরবঙ্গের শাসকদলের নেতা-কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!