এবার ক্লাব নির্বাচনেও সংঘর্ষ, নাম জড়ালো শাসকদলের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান সাংসদের বিশেষ খবর রাজ্য November 27, 2017 এবার শহরের বুকে এক ছোট ক্লাবের নির্বাচনেও সংঘর্ষের খবর, যাতে নাম জড়ালো শাসক দলের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, বর্তমান এক সাংসদ, মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায় ও ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়ের। গন্ডগোল থামাতে পুলিশ পিকেটও বসাতে হয় বলে জানা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের মধ্যে বালিগঞ্জ সার্কুলার রোডে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (এএইআই) ক্লাবের পরিচালন কমিটির নির্বাচন হতে চলেছে আগামী ২৯ নভেম্বর আর তাই গতকাল সেখানে প্রক্সি ভোট চলছিল। ওই নির্বাচনে লড়ছেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র স্বয়ং। অভিযোগ গতকাল একটি প্যানেলের এক প্রার্থী ও ক্লাবের অন্য এক জন মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুমকি দিচ্ছিলেন, সেখান থেকেই ঘটনার সূত্রপাত। ওই হুমকির মাঝেই জল্পনা ছড়ায় আকাশবাবুর পিছনে এক দলীয় সমর্থক আছেন বলে। খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছান বাবুনবাবু, তিনি নিজে আকাশবাবুর সঙ্গে কথা বলে জানতে পারেন আকাশবাবু ওই নির্বাচনের সঙ্গে আদৌ জড়িত নন। শাসকদলের সাংসদের অনুগামীদের থেকেও জানা যায়, তিনিও ওই নির্বাচনের সঙ্গে জড়িত নন। যদিও এই নিয়ে বাবুনবাবুর সঙ্গে যোগাযোগ করা যায় নি, প্রাক্তন মন্ত্রী মদন মিত্রেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি এই নিয়ে। আপনার মতামত জানান -