এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘মিথ্যাবাদী বিজেপি’ বিস্ফোরক অভিযোগে রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন পার্থ চ্যাটার্জি!

‘মিথ্যাবাদী বিজেপি’ বিস্ফোরক অভিযোগে রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন পার্থ চ্যাটার্জি!


কেন্দ্র-রাজ্য সংঘাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। করোনা আবহে মনে করা হয়েছিল যে এবার এই ভয়ানক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কেন্দ্র – রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করবেন। কিন্তু কোথায় কি? অভিযোগ পাল্টা অভিযোগে সংঘাত বেড়েই চলেছে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।

আর এবার কেন্দ্রের বিরুদ্ধে ‘নিরপেক্ষতার অভাব আছে’ এমন অভিযোগ তুলতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চ্যাটার্জিকে। যদিও তার উত্তর ও মিলেছিল কেন্দ্রের কাছ থেকে। কিন্তু এবার ফের কেন্দ্রকে পাল্টা প্রশ্ন চড়ার পাশাপাশি ‘মিথ্যেবাদী বিজেপি’ হ্যাশট্যাগ দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইটে প্রশ্ন তোলেন যে, কাজাখিস্তান থেকে বিহারে মানুষ আসতে চাইছেন, অথচ বাংলায় কেউ ফিরতে চাইছেন না! এমন কথা কীভাবে বিশ্বাস করা যায়?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বন্দে ভারত মিশনে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত শুরু হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তারা রাজ্যের সঙ্গে রাজনীতি করছে, ভেদাভেদ করছে। তবে সব অভিযোগ উড়িয়ে কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে যে, কোনও রাজ্যের মধ্যে ভেদাভেদ করে না কেন্দ্র।

এদিন এই নিয়ে স্বরাষ্ট্র সচিব অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, “ভারত সরকারের বন্দে ভারত মিশন আটকে পড়া ভারতীয়দের জন্যই। এরমধ্যে পশ্চিমবঙ্গের মানুষরাও রয়েছেন। ৩৭০০ জন বিদেশ থেকে ভারতে আসার জন্য রেজিস্টার করেছেন।কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্থলবন্দর দিয়েও প্রতিবেশী রাষ্ট্র থেকে ভারতীয়দের আনার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে মন্ত্রক সহায়তা করবে।” ফলে ফের সেই অভিযোগ পাল্টা অভিযোগের চাপে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!