এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার কেন্দ্র সরকারের ‘কল্যানে’ বড়সড় ধাক্কা সাধারণ মধ্যবিত্তের পকেটে

আবার কেন্দ্র সরকারের ‘কল্যানে’ বড়সড় ধাক্কা সাধারণ মধ্যবিত্তের পকেটে

আবার ধাক্কা লাগতে চলেছে সাধারণ মধ্যবিত্তের পকেটে, না সরাসরি দাম বাড়ছে না কোনো জিনিসের। কিন্তু তাঁদের বড় সাধের সঞ্চয় ইপিএফে আবার সুদের হার ছাঁটতে চলেছে কেন্দ্র সরকার। ইপিএফে ২০১৬-১৭ অর্থবর্ষে শেষবার সুদের হার কমেছিল, আগের তুলনায় ১৫ বেসিস পয়েন্ট কমে সুদের হার হয়েছিল ৮.৬৫%। আর এবার তা আরও কমানো হতে পারে বলে জানান শ্রম মন্ত্রকের এক কর্তা। তিনি বলেন বন্ডের মতো লগ্নি থেকে কম আয় এবং ইপিএফ সদস্যদের অ্যাকাউন্টেই সরাসরি ইটিএফের ইউনিট জমা দেওয়ার সিদ্ধান্তের জেরে সুদ কমানো হতে পারে।
তবে তাঁর কথা থেকেই জানা যাচ্ছে এখনও পর্যন্ত চলতি বছরে আয়ের হিসেব করেনি অছি পরিষদ। ২০১৫ সাল থেকে ইটিএফে প্রভিডেন্ট ফান্ডের টাকা লগ্নি শুরু হলেও তা পিএফ অ্যাকাউন্টে দেখানো হয় না। কিন্তু আগামী মার্চ থেকে তা দেখানো হবে, সেক্ষেত্রে ডিভিডেন্ট সরাসরি সদস্যের পিএফের নগদ অ্যাকাউন্টে জমা পড়বে। আর সদস্য টাকা তুলতে চাইলে ইটিএফের ওই ইউনিটই বিক্রি করা হবে। চাইলে তিনি নগদ জমা থেকেও টাকা তুলতে পারবেন বলে ইতিমধ্যেই জানিয়েছে অছি পরিষদ। কিন্তু সাধারণ মানুষের কাছে ইপিএফ হল সারাজীবনের সঞ্চয়, অবসর জীবনের শেষ ভরসা, সেখানে এইভাবে দিনের পর দিন সুদের হার কমাতে মাথায় হাত জনসাধারণের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!