এখন পড়ছেন
হোম > জাতীয় > পারফরম্যান্সে বাড়ছে নম্বর, নিজের মত ছক সাজাচ্ছেন মুকুল রায়

পারফরম্যান্সে বাড়ছে নম্বর, নিজের মত ছক সাজাচ্ছেন মুকুল রায়


সবে তো শুরু, একে একে আরও অনেক কিছু সামনে আসবে বলে বাপির রাজ্য সদর দপ্তরে তাঁর সাংবাদিক বৈঠক শেষ করে ধোঁয়াশা বাড়িয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। আর মুকুলবাবুর এহেন পদক্ষেপে খুশি বিজেপি নেতৃত্ত্ব। বিজেপির রাজ্য দফতর মুরলিধর লেনে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে পাশে বসিয়ে মুকুল রায় বলেন কয়েক দিনের মধ্যেই একটি ভিডিও তিনি দেখাবেন, যেখানে এক তৃণমূল বিধায়কের ছেলে বলছেন তাঁর বাবা একজনকে খুন করেছেন! রাজনৈতিক মহলের একাংশের মতে নিজের জেলা উত্তর ২৪ পরগনার এক বিধায়কের প্রতি ইঙ্গিত করছেন মুকুল রায়। প্রথমে বিশ্ব বাংলা, জাগো বাংলা, মা মাটি মানুষ নিয়ে চড়া সুরে তোপ দাগার পর এবার আস্তে আস্তে পুরোনো দলের অনেক কিছুই সামনে আনছেন বা আনবেন বলছেন তিনি। বাঁকুড়ার কয়লা পাচার, হুগলি-বর্ধমান থেকে বালি, বসিরহাটে গরু পাচারের মাধ্যমে কোটি কোটি টাকা কার কাছে কোন অফিসে আসে তা কি পুলিশ জানে না – এমন প্রশ্নও তিনি ছুঁড়ে দিয়েছেন প্রকাশ্য দলীয় সভামঞ্চ থেকে। এর আগেও কয়লা, বালি বা গরু পাচার নিয়ে বিতর্ক উঠলেও তাঁর মতো সরাসরি শাসকদলকে আক্রমণ কেউ করেনি। এই পদক্ষেপে দল যে খুশি তা প্রকাশ্যেই জানিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন মুকুলদা একটি এপিসোড দেখিয়েছেন, এমন অনেক এপিসোড সামনে আসবে। কিন্তু এই দিলীপবাবুই রানী রাসমণি রোডের সাভার পর বলেছিলেন, মুকুলবাবু যেসব অভিযোগ এনেছেন সেগুলো তাঁর ‘ব্যক্তিগত’, এটা বিজেপির আনা অভিযোগ নয়। সূত্রের খবর যা শুনে মোটেও খুশি হননি মুকুলবাবু, এমনকি এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ত্বের সঙ্গে আলোচনাও করেন। তিনি নাকি কেন্দ্রীয় নেতৃত্ত্বকে জানিয়েছেন তিনি যেসব অভিযোগ আনছেন, সেগুলি নিয়ে যদি রাজ্য বিজেপি দল হিসাবে ঝাঁপিয়ে না পড়ে তাহলে তার রাজনৈতিক ফায়দা তোলা অসম্ভব। আর এরপরেই যে হওয়া ঘুরছে তা দিলীপবাবুর মন্তব্যেই পরিষ্কার। নতুন জায়গায় গিয়েই জাঁকিয়ে বসছেন ক্রমশ এক সময় তৃণমূলের অঘোষিত দুনম্বর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!