এবার বৃহত্তর আন্দোলনের পথে প্রাথমিকে চাকরিপ্রার্থীরা বিশেষ খবর রাজ্য November 27, 2017 অপেক্ষা দীর্ঘ ৮ বছরের, বদলে গেছে সরকার, তবুও সুরাহা মেলেনি হাজার হাজার প্রাথমিকে শিক্ষক পদপ্রার্থীদের। চাকরির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েও জোটেনি চাকরি, সরকারের কাছে আবেদন, আন্দোলন কোনো কিছুতেই মেলেনি ফল, শেষে আদালতের দ্বারস্থ হয়ে নির্দেশ – দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্যানেল প্রকাশ করে নিয়োগ পত্র হাতে তুলে দিতে হবে, বহুদিন পেরিয়ে গেছে সেই ‘দু সপ্তাহের’ – এটাই এখন বাস্তব চিত্র মালদা জেলার। আর তাই মালদার জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম নূরের নেতৃত্ত্বে এবার নিজেদের অধিকার আদায় করে নিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছেন মালদা জেলার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা। সূত্রের খবর অনুযায়ী, আগামী ৫ই ডিসেম্বর মালদা ডিপিএসসি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করবেন তাঁরা। আগামী দিনে দলমত নির্বিশেষে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার ডাক দেওয়া হয়েছে তাঁদের তরফে। আপনার মতামত জানান -