এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার ধর্ণা মঞ্চ চূড়ান্ত ফ্লপ, ভেস্তে গেল চোরের নাটক! কটাক্ষ শুভেন্দুর!

মমতার ধর্ণা মঞ্চ চূড়ান্ত ফ্লপ, ভেস্তে গেল চোরের নাটক! কটাক্ষ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের মাটিতে বারবার ধরনা করে, বারবার আন্দোলন করে এমন একটা ভাব এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখানোর চেষ্টা করছেন, যেন কেন্দ্র এই রাজ্যকে বঞ্চিত করছে। রাজ্যের মানুষের মনে তিনি যতই প্রতিদিন এক কথা বলে বিজেপি বিরোধী বিষয়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন না কেন, আর তার এই কারসাজিতে মানুষের মন গলছে না। রাজ্যের মানুষ এই তৃণমূল সরকার যে চুরি করেছে, তা সদ্য যে ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্ট দেখেই বুঝে গিয়েছেন। এমনিতেই তৃণমূলের নেতাদের একের পর এক জেলে যাওয়া, একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসার কারণে রাজ্যের মানুষ বিরক্ত। তারা শুধু অপেক্ষা করছেন, কবে লোকসভা নির্বাচনে আসবে, আর কবে তারা জবাব দিতে পারবে।

তবে তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বঞ্চনা করছে বলে যে ধর্নার নাটকটা করছেন, সেখানে তিনি ভেবেছিলেন, প্রচুর লোক তার সঙ্গে শামিল হবেন। কিন্তু যে চিত্র প্রকাশ্যে এসেছে এবং তা দেখে রাজ্যের বিরোধী দলনেতা যে কথা বললেন, তাতে চরম ফাপড়ে পড়ে গেল এই রাজ্যের শাসক দল। গরম গরম বক্তৃতা দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধরে ধর্নামঞ্চকে মাতিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু বিরোধী দলনেতার বক্তব্যের পর বোঝা গেল যে, কেন গরম গরম বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি এমন বলেছেন শুভেন্দু অধিকারী?

প্রসঙ্গত, এদিন ধর্নামঞ্চ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই গোটা কর্মসূচিকে ড্রামাবাজি বলে কটাক্ষ করেন শুভেন্দুবাবু। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়ে দেন যে, কেউ এই চোর মমতার কথায় বিশ্বাস করে না। ক্যাগ রিপোর্টেই প্রমাণিত যে, মমতা চুরি করেছেন। আর যে ধর্না কর্মসূচি হচ্ছে, ওখানে মশা এবং মাছি তাড়ানো হচ্ছে। কোনো মানুষ ওখানে যাচ্ছে না। অনেকে বলছেন, যখন মানুষ থাকে না, তখন তো গরম গরম বক্তৃতাই দিতে হয়। আর সেটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনিও দেখতে পাচ্ছেন যে, আন্দোলনের প্রতীক হিসেবে তিনি উঠে এলেও, আজকে তিনি এত বড় আন্দোলন করলেও, মানুষ তার সঙ্গে নেই। শুধুমাত্র যারা স্বার্থ নিয়ে রাজনীতি করেন, যারা তৃণমূলের হয়ে বাজার থেকে টাকা তোলেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারাই নিজেদের ক্ষমতা এবং নিজেদের পকেট ভরানোর জন্য এই কর্মসূচিতে এসে যুক্ত হয়েছেন। কিন্তু সাধারণ মানুষ নেই বলেই তৃণমূলের এই কর্মসূচি কার্যত ফ্লপ হয়ে গিয়েছে। আর এটা বুঝতে পেরেছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও গরম গরম বক্তৃতা দিয়ে আসল সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চোরেদের যে অস্বস্তি বাড়িয়ে দিলেন, তাতে মুখ পুড়ছে তৃণমূলের বলেই দাবি একাংশের।

বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বিরোধী নেত্রী থাকার সময় যখন কোনো আন্দোলন করতেন, তখন সেখানে মানুষের ঢল দেখতে পাওয়া যেত। কিন্তু ক্ষমতায় আসার পর পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদব-কায়দা। মানুষ এখন তার সঙ্গে নেই। তাই রেড রোডের মতো জায়গায় তিনি প্রশাসনকে কাজে লাগিয়ে ধর্না করছেন ঠিকই। কিন্তু মানুষ বুঝতে পেরেছেন, যে উদ্দেশ্যে তিনি ধর্না করছেন, তা চালাকি ছাড়া আর কিছু নয়। শুধুমাত্র বিজেপিকে খাটো করার জন্য এবং নিজেদের চুরির প্রবণতা বৃদ্ধি করার জন্যই তৃণমূলের এই ধরনের কর্মসূচি। তাই সেখানে পুলিশ প্রশাসনের ভিড় আছে, তৃণমূলের যারা সুবিধাবাদী নেতা তারা মুখ দেখানোর জন্য যাচ্ছে। কিন্তু লাভের লাভ কিছু হবে না। মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জন্যেই তৃণমূলের এই শোচনীয় পরিস্থিতি বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিস্থিতি এই রাজ্যে তৈরি করে দিয়েছেন, তা ভয়ংকর। আজকে এই সোনার পশ্চিমবাংলাকে তিনি শেষ করে দিয়েছেন। কেন্দ্র বারবার করে বলছে, আপনারা যদি ঠিক থাকেন, তাহলে এতদিন ধরে যে টাকা দেওয়া হয়েছে, তার হিসাব দিয়ে দিন। তাহলেই বাংলাকে তার প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু নিজেরা চুরি করেছে জন্য, মুখ দেখানোর মতো জায়গা নেই জন্য আজকে হিসাব না দিয়ে বরঞ্চ কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে বলে নাটক শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতা কর্মীরা।

স্বাভাবিক ভাবেই মানুষের কাছেও তৃণমূলের এই চালাকি ধরা পড়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে এখন মানুষ পুলিশ প্রশাসনের ভয়কে কার্যত উপেক্ষা করে এমনকি তৃণমূলের যারা মেরুদন্ড রেখে রাজনীতি করেন, তারাও অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিতে শামিল হচ্ছেন না। তাই ক্ষমতায় থেকেও তার উপস্থিতিতে ধরনা কর্মসূচি যে চূড়ান্ত ফ্লপ, তা বুঝতে পেরেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!