এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার প্রধানমন্ত্রীকে বিড়ম্বনায় ফেললেন তাঁর দলেরই সাংসদ

এবার প্রধানমন্ত্রীকে বিড়ম্বনায় ফেললেন তাঁর দলেরই সাংসদ

গুজরাটে ভোটের আগে নরেন্দ্র মোদীকে ‘কংগ্রেসের চা-ওয়ালা’ বলে অস্বস্তিতে ফেলেছিলেন রাহুল গান্ধী। এবার সেই পথেই গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলেরই সাংসদ শত্রুঘ্ন সিনহা। কারও নাম না করেই এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, আমাকে অনেকে জিজ্ঞেস করেন অভিনয় জগত থেকে এসে আমি কেন অর্থনীতি নিয়ে মন্তব্য করছি? এখন উকিলবাবু (অরুণ জেটলি) যদি অর্থনীতি নিয়ে কথা বলতে পারেন, টেলিভিশনের এক অভিনেত্রী (স্মৃতি ইরানি) যদি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হতে পারেন, আর এক চাওয়ালা যদি….এর বেশি আমি আর বলব না। কিন্তু এই যদি হয় তাহলে আমি কেন অর্থনীতি নিয়ে মুখ খুলব না? আমি আমার হৃদয়ের কথা বলছি । ‘মন কি বাত’ তো বলতে পারব না, কারণ তার পেটেন্ট অন্য কেউ নিয়ে রেখেছেন।
অবশ্য বর্ষীয়ান রাজনীতিক ও অভিনেতার দাবী মন্ত্রীত্ত্ব পান নি বলেই তিনি দলের বিরুদ্ধে মুখ খুলছেন তা কিন্তু নয়, তিনি রামমনোহর লোহিয়াকে দেখে রাজনীতিতে এসেছেন। ‘না জিউঙ্গা না জিনে দুঙ্গা’ দর্শন নিয়ে নয়। রাজনৈতিক মহলের মতে এটাও প্রধানমন্ত্রীর প্রতি তাঁর দলীয় সাংসদের সূক্ষ খোঁচা, কেননা ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদীর স্লোগানই ছিল ‘না খাউঙ্গা না খানে দুঙ্গা’।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!