এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রত গড়ে পুড়ছে ভোটার কার্ড, প্রশ্ন উঠতে শুরু করেছে এত ভোটার কার্ড কার?

অনুব্রত গড়ে পুড়ছে ভোটার কার্ড, প্রশ্ন উঠতে শুরু করেছে এত ভোটার কার্ড কার?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে বছরের বেশিরভাগ সময়টাই খবরের শিরোনামে থাকে বীরভূম জেলা। যেখানে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নানা ধমক চমক শোরগোল তৈরি করে রাজ্য রাজনীতিতে। কিন্তু এবার বিধানসভা নির্বাচনের আগে বোলপুরে একাধিক ভোটার কার্ড পুড়িয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বোলপুর ব্লক প্রশাসনিক দপ্তরের ঠিক পেছনে প্রচুর ভোটার কার্ড পুড়িয়ে দিতে দেখা যায়। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, এত ভোটার কার্ড কার?

কেন সেগুলো এই ভাবে পোড়ানো হচ্ছে? জানা গেছে, বোলপুর, রূপপুর, সুরুল এলাকার বিভিন্ন মানুষজনের এই ভোটার কার্ডগুলো ছিল। বর্তমানে ভোটার কার্ড সংশোধন এবং নতুন ভোটার কার্ড করার প্রক্রিয়া চলছে। আর সেই সময় ব্লক প্রশাসনিক দপ্তরের পেছনে এইভাবে ভোটার কার্ড পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিঃসন্দেহে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে বড়সড় চক্রান্তের অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপির সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, “সম্পূর্ণ বেআইনিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে। বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে, তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার কার্ড পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এসডিও, ডিএমের কাছে এই ব্যাপারে অভিযোগ জানাব।” তবে বিজেপির তোলা সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ব্লক প্রশাসন।

এদিন এই প্রসঙ্গে বোলপুরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার শেখর সাঁই বলেন, “এগুলো বাতিল ভোটার কার্ড। নিয়মমাফিক নষ্ট করা হচ্ছে। সেটাই করা হচ্ছিল।” তবে প্রশাসনের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, বীরভূম জেলায় এভাবে ভোটার কার্ড পোড়ানোকে কেন্দ্র করে এখন রীতিমত চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমত প্রশাসনকে চেপে ধরেছে ভারতীয় জনতা পার্টি। আর প্রশাসনিক দপ্তরের পেছনে এইভাবে ভোটার কার্ড নিয়ে এখন সরগরম বীরভূম জেলার রাজনীতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!