এখন পড়ছেন
হোম > জাতীয় > ভরাডুবির পর প্রথম বৈঠকে রাজ্য নেতাদের একগুচ্ছ দাবি, চাপের মুখে পড়তে পারে কেন্দ্রীয় নেতৃত্ব! অস্বস্তিতে বিজেপি!

ভরাডুবির পর প্রথম বৈঠকে রাজ্য নেতাদের একগুচ্ছ দাবি, চাপের মুখে পড়তে পারে কেন্দ্রীয় নেতৃত্ব! অস্বস্তিতে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর বিধানসভা নির্বাচনে বাংলা দখলের জন্য রাজ্য বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে টার্গেট বেঁধে দেওয়া হল। কেমনভাবে পথ চলতে হবে, কোন কোন নেতাদের নিতে হবে এবং কাদের কাদের প্রার্থী করতে হবে, তার সমস্ত কিছুই ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেদিক থেকে রাজ্য নেতৃত্ব হাত খুলে সংগঠনের কাজ করতে পারেনি। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার নিয়ে নিজেদের মত করে পথ চলার কারণে ভরাডুবি হয়েছে বলে দাবি একাংশের। তাই এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর সংগঠনকে সাজানোর ক্ষেত্রে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বিজেপি নেতৃত্ব। যেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

আর সেই বৈঠকেই রাজ্য নেতৃত্বকে এখন থেকে নিজেদের মত করে পথ চলতে দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গোটা বিষয়টি পেশ করা হতে পারে। অর্থাৎ 2021 এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির বিষয়টি এদিনের বৈঠকে মূল আলোচ্য বিষয়ে না থাকলেও, সেই ব্যাপারে রাজ্য নেতৃত্বে নানা দাবি-দাওয়ার মুখে পড়তে হতে পারে কেন্দ্রীয় বিজেপিকে। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকের আগে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

বলা বাহুল্য, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে ভোটের আগে অন্য দল থেকে আসা নেতা-নেত্রীদের গ্রহণ করার ব্যাপারে সবুজসংকেত দেওয়া হয়েছিল। এক্ষেত্রে রাজ্য বিজেপির অনেক নেতারা তৃণমূলের যারা দলে যুক্ত হয়েছেন, তাদেরকে গ্রহণ করতে চাননি। কিন্তু তাদেরকে গ্রহণ করা থেকে শুরু করে প্রার্থী করা সমস্ত কিছুর ব্যাপারে সবুজ সংকেত দিতে দেখা যায় কেন্দ্রীয় বিজেপিকে। আর সেই কারণেই মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য বিজেপির পক্ষ থেকে একগুচ্ছ বিষয়ে কেন্দ্রীয় বিজেপির কাছে তুলে ধরা হতে পারে। স্বাভাবিক ভাবেই বৈঠক শুরু হলেও, ধীরে ধীরে বিজেপির অভ্যন্তরীণ খবর প্রকাশ্যে আসবে বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বিজেপি বহু চেষ্টা করেছিল এবারের বিধানসভা নির্বাচনে ভালো ফল করার। এক্ষেত্রে 200 আসন দখল করে বাংলার বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির বাংলার ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। তবে তার জন্য ব্লু প্রিন্ট থেকে শুরু করে কিভাবে পথ চলতে হবে, তার সমস্ত কিছুই কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে দেয়। অনেকেই দাবি করতে শুরু করেছিলেন, যারা কেন্দ্রীয় নেতৃত্বের আসনে রয়েছেন, তারা বাংলার বিষয় সম্পর্কে অবহিত নয়। সেক্ষেত্রে তারা যদি সমস্ত কিছু ঠিক করে দেয় এবং তা যদি বাংলার ক্ষেত্রে ঠিকমতো সামঞ্জস্য না হয়, তাহলে বিধানসভা নির্বাচনে খুব একটা ভালো ফল নাও হতে পারে।

অবশেষে সেই আশঙ্কা সত্যি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একক ক্যারিশমায় রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে ভরাডুবির হওয়ার পর দিকে দিকে হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। তাই আর কেন্দ্রীয় শাসন চাইছে না রাজ্য বিজেপি। আর সেই কারণেই বিজেপির কার্যকারিনী বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে অনুমতি নিয়ে নিজেদের মত করে পথ চলতে চাওয়ার দাবি বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে উপস্থাপিত করা হতে পারে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে সহমত পোষণ করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!