এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > 100 দিনের কাজে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ, মুচলেকা দিলেন তৃণমূল নেতা পার্থ, জোর শোরগোল

100 দিনের কাজে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ, মুচলেকা দিলেন তৃণমূল নেতা পার্থ, জোর শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের তোলা অভিযোগ নতুন কিছু নয়। বিভিন্ন ঘটনায় তৃণমূলের নানা নেতাকে চাপে পড়তে দেখা গেছে। আর এবার 100 দিনের কাজ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার ছোট মেইগাছি গ্রামে। যেখানে 100 দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য পার্থ ঘোষের বিরুদ্ধে।

স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সিঙি পঞ্চায়েতের ছোট মেইগাছি গ্রামে 2017-18 এবং 2018-19 আর্থিক বছরে 100 দিনের কাজের প্রকল্পে কোনো ব্যক্তি মজুরি পাননি। কিন্তু সম্প্রতি কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির অবস্থায় প্রকল্পের মজুরের টাকা তোলা হয়েছে বলে জানতে পারেন গ্রামবাসীরা। আর এর পরেই পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা পার্থ ঘোষকে জেরা করতে শুরু করেন গ্রামের মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আপনার মতামত জানান -

পরবর্তীতে গোটা ঘটনায় সালিশি সভা বসার পর সেখানে হাজির করানো হয় তৃণমূল নেতা পার্থ ঘোষ কার এর পরেই সেখানে এক লক্ষ আশি হাজার টাকা তছরুপের কথা স্বীকার করে নেন তৃণমূলের পার্থ ঘোষ। পরবর্তীতে তাকে মুচলেকা লিখিয়ে নিয়ে টাকা ফেরতের জন্য দাবি জানানো হয়। স্বাভাবিক ভাবেই পার্থ ঘোষের এহেন কুকীর্তিতে এবার গোটা তৃণমূল কংগ্রেস দল যে প্রবল অস্বস্তিতে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। এদিন এই প্রসঙ্গে গ্রামবাসী পিন্টু ঘোষ, সন্ধ্যা মাঝি বলেন, “শুধু টাকা তোলা নয়। নিজের পরিবারের লোকজন ও আশেপাশের গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা নামে দেখিয়ে 5 থেকে সাড়ে 5 লক্ষ টাকা তছরুপ করা হয়েছে বলে ধরা পড়েছে। আমাদের বঞ্চিত করে টাকা আত্মসাৎ করা হয়েছে।”

কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বলছেন দুর্নীতি বরদাস্ত করা হবে না, সেখানে তার দলের নেতারা যদি এইভাবে দুর্নীতি করতে শুরু করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ভরসা আসবে কি করে? এদিন এই প্রসঙ্গে কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি বিস্তারিত জানা নেই। তবে যদি টাকা তছরুপের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে দল থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।” সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে শাসকদল কি ব্যবস্থা নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!