এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট বিধায়কের অনুষ্ঠানের আগেই পুড়িয়ে দেওয়া হল মঞ্চ, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের!

হেভিওয়েট বিধায়কের অনুষ্ঠানের আগেই পুড়িয়ে দেওয়া হল মঞ্চ, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিশিষ্ট অভিনেত্রী লাভলী মৈত্র 2021 এর বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে শাসকদলের টিকিটে জয়লাভ করেছেন। আর তারপর থেকেই টিভি সিরিয়াল থেকে উঠে আসা এই হেভিওয়েট অভিনেত্রীকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হতে দেখা যাচ্ছে। সেইরকমই রবিবার সকালে সোনারপুরের ব্লু স্কাই মাঠে শিশুদের মধ্যে খাবার বিতরণ করার কর্মসূচি ছিল সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের।

কিন্তু আগের দিন রাতেই অনুষ্ঠান মঞ্চে আগুন লেগে যাওয়ার কারণে ভেস্তে গেল সেই কর্মসূচি। স্বাভাবিক ভাবেই হঠাৎ করে অনুষ্ঠানের আগের দিন কেন এই মঞ্চে আগুন লেগে গেল, এখন সেটাই বড় প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে একাংশের মধ্যে। শাসকদলের অনেকে অবশ্য এই গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলতে শুরু করেছেন।

সূত্রের খবর, রবিবার সোনারপুরে ব্লু স্কাই মাঠে শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণের উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তবে শনিবার গভীর রাতে সেই অনুষ্ঠান মঞ্চে আগুন লেগে যায়। পরবর্তীতে সেই আগুন নেভানোর চেষ্টা করা হলেও, পরিস্থিতি সামলানো সম্ভব হয়নি। গোটা মঞ্চ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। কিন্তু হঠাৎ করে অনুষ্ঠানের আগের দিন এরকম ঘটনা ঘটার কারণে তৃণমূলের একাংশ এই ব্যাপারে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করতে শুরু করেছেন। যাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সোনারপুর দক্ষিণ এক তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র বলেন, “যারা এমন কাজ যারা করেছে, পুলিশ তাদের খুঁজে বের করবে। আমার প্রশাসনের উপর ভরসা রয়েছে। আমরা কয়েকজনের নাম জমা দিয়েছি।” অনেকেই বলতে শুরু করেছেন যেভাবে রাজনীতির জগতে এসে লাভলী মৈত্র একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন, তাতে কারও কারও গাত্রদাহ হচ্ছে। আর সেই কারণে শিশুদের খাবার দেওয়ার এই মহতী কর্মসূচিতে বাধা দিতেই কেউ বা কারা ষড়যন্ত্র করেছে। যদিও বা পুলিশি তদন্তে এই ব্যাপারে ঠিক কি উঠে আসে, এখন সেটাই লক্ষণীয় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!