কি কথা হল অমিত শাহের সঙ্গে? বিজেপি কোন ‘ডিল অফার’ করল? অবশেষে প্রকাশ্যে এল রাজীব-কাহিনী! বিজেপি রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি January 31, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৩১ সে জানুয়ারির দিনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের কথা ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, পার্থসারথি চট্টোপাধ্যায়, প্রবীর ঘোষাল প্রমুখদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডুমুরজলার জনসভাতে। কিন্তু দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে রাজ্য সফর বাতিল করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ কারণে গতকাল বিশেষ চার্টার্ড বিমান পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে বিমানে করে দিল্লি রওনা দেন তৃণমূলের এই বিক্ষুব্ধরা। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠক চলে তাঁদের। বৈঠক শেষে তাঁরা যোগদান করেন বিজেপিতে।। গেরুয়া উত্তরীয় পরিয়ে দিয়ে তাঁদের দলে স্থান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বিজেপিতে যোগদানের পর গণমাধ্যমে বিশেষ বক্তব্য রাখলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গণমাধ্যমে রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাঁকে ডেকে ছিলেন। তিনি বারবার বলেছিলেন যে, তাঁদের আজকের যোগদান গুরুত্বপূর্ণ ছিল। এ কারণেই নিজের উদ্যোগে বিমান পাঠিয়েছিলেন তিনি। এ কারণে অত্যন্ত আনন্দিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাঁদেরকে সম্মানিত করার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানালেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, রাজ্যের উন্নয়ন ঘটাতে গেলে কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকার প্রয়োজন আছে। তিনি জানালেন যে, কেন্দ্রের সহযোগিতা যদি না পাওয়া যায়, তবে রাজ্যের সার্বিক উন্নয়ন হতে পারেনা। যে কথা তিনি বারবার বলে এসেছেন। তিনি জানালেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিবাদের জন্য রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়েছে। কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা ও জীবনযাত্রার মানের উন্নয়ন করা দরকার। সাধারণ মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দরকার। রাজ্যের উন্নয়ন ঘটাতে বাংলার জন্য শিল্প ও প্যাকেজের দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে, রাজ্যের যুবক ভাইয়েরা হতাশায় ভুগছেন। কর্মসংস্থান নেই রাজ্যে। তাঁদের জন্য রাজ্যে শিল্প আনা প্রয়োজন, কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। আগামী দিনে বাংলার জন্য স্পেশাল প্যাকেজ দরকার বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেছেন যে, বাংলা দখল হলো গর্বের ব্যাপার। বাংলার সার্বিক উন্নয়নের জন্য চিন্তাভাবনা রয়েছে। বড় লক্ষ্য নিয়ে বাংলায় নামতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ডোমজুড়ের জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন যে, সাধারণ মানুষেরা যেভাবে তাঁর পাশে, তাঁর সঙ্গে, বিপদে, আনন্দে সবসময় ছিলেন, তিনিও ছিলেন একইভাবে সাধারণ মানুষের পাশে। বিজেপিতে যোগদানের পূর্বে বিধায়ক পদ তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু আবার বিধায়ক হতে চান তিনি, এ কথাই জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থেকে উন্নয়নের বার্তা দিলেন তিনি। আপনার মতামত জানান -