এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের মোবাইল সেক্টরে বড়সড় চমক দিল ভোডাফোন-আইডিয়া! ঘুরে দাঁড়াতে ভারতে ডিজিটাল বিপ্লবের স্বপ্ন

দেশের মোবাইল সেক্টরে বড়সড় চমক দিল ভোডাফোন-আইডিয়া! ঘুরে দাঁড়াতে ভারতে ডিজিটাল বিপ্লবের স্বপ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোডাফোন আইডিয়া বিশ্বের অন্যতম মোবাইল টেলিকম সংস্থা। দীর্ঘ সময় ধরে ভারতের বুকে ভোডাফোন তাঁর ব্যবসা চালিয়ে আসছে। কালের নিয়মে ভোডাফোনের প্রচুর পরিবর্তন হয়েছে। গ্রাহক সংখ্যা বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন পরিষেবা। যদিও এখন ভোডাফোনের সাথে টক্কর দেওয়ার জন্য অন্যান্য অনেক মোবাইল টেলিকম সংস্থা এসে গেছে ভারতের বুকে। যার মধ্যে রিলায়েন্স জিও অন্যতম। ভোডাফোন প্রথম ভারতের বুকে নিজেদের ব্যবসা শুরু করেছিল ‘ম্যাক্স টাচ’ নামে।

পরবর্তীকালে সেই নাম বদলে গিয়ে হয় ‘অরেঞ্জ’। তারপর ‘হাচ’ এবং অবশেষে ‘ভোডাফোন’। সম্প্রতি আইডিয়া এবং ভোডাফোন একসাথে সংযুক্ত হয়। আর তারপরে নতুন করে ভোডাফোনের নাম আবার পরিবর্তন হলো। নতুন নাম ‘ভিআই’। প্রসঙ্গত আইডিয়ার নাম আগে ছিল ‘আইডিয়া সেলুলার’। সোমবার ভোডাফোন সংস্থার পক্ষ থেকে এই খবরটি জানানো হয়। এতদিন পর্যন্ত ভোডাফোন আইডিয়া হিসেবে এই সংস্থার পরিচয় ছিল। এবার দুই সংস্থা এক হয়ে নতুন একটি ব্র্যান্ড নেম এবং লোগো চালু হলো।

সোমবার ভোডাফোন গ্রুপের সিইও একটি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা করেছেন বলে জানা গেছে। একসময় ভোডাফোনের গ্রাহক সংখ্যা ছিল প্রায় 40 কোটি। কিন্তু জিও ব্যবসা শুরু করার পর এখন দেশের মধ্যে সবথেকে বড় টেলিকম সংস্থা হয়ে দাঁড়িয়েছে, যাদের গ্রাহক সংখ্যা বর্তমানে 40 কোটিরও বেশি। অন্যদিকে এদিন ভার্চুয়াল কনফারেন্সে আদিত্য বিড়লা গ্রুপ তথা ভোডাফোন আইডিয়া চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা ঘোষণা করেন, আগামী দিনে ভারতের বুকে ডিজিটাল বিপ্লব আনার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিগত বেশ কয়েকদিন ধরে ভোডাফোন আইডিয়া কিছুটা চাপের মুখে রয়েছে ভারতের বুকে। একটা সময় তো এরকম শুনতে পাওয়া যাচ্ছিল যে ভোডাফোন আইডিয়া এবার ভারতের বুক থেকে ব্যবসা গুটিয়ে ফেলতে পারে। স্পেক্ট্রাম এবং লাইসেন্স বাবদ কেন্দ্রীয় সরকারকে পঞ্চাশ হাজার কোটি টাকা এখনো ভোডাফোন আইডিয়াকে দিতে হবে। এই অবস্থায় বাজার থেকে 25 হাজার কোটি টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন আইডিয়া। তার জন্য আগামী দিনে ডিবেঞ্চার এবং শেয়ার করা হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ভোডাফোন এবং আইডিয়া এক হয়ে যাবার পরেও সমস্যা মেটে নি। তবে এবার ভোডাফোন আইডিয়ার নতুন নাম এবং লোগো লঞ্চ করার পর গ্রাহকদের আকর্ষণ করার জন্য এবার নতুন কি সুবিধা নিয়ে আসে সে দিকেই নজর থাকবে। তবে কেন্দ্রীয় সরকারের টাকা শোধ করার জন্য ইতিমধ্যে মোবাইল সংস্থাগুলি ঘোষণা করেছে, তাঁরা গ্রাহক পরিষেবার খরচ বাড়াতে চলেছে আগামীদিনে। তা নিয়েও চলছে টেলিকম ওয়ার্ল্ডে জোর জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!