এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রী সহ বিরোধীদের এবার ‘কুকুর-বিড়ালের’ সঙ্গে বেনজির তুলনা অমিত শাহের

মুখ্যমন্ত্রী সহ বিরোধীদের এবার ‘কুকুর-বিড়ালের’ সঙ্গে বেনজির তুলনা অমিত শাহের


নিজের কথার জালে এবার সমালোচনার মুখে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির প্রতিষ্ঠা দিবসের সভায় নিজের বক্তব্য জানানোর সময় বিরোধীদের বিভিন্ন প্রজাতির পশুর সাথে তুলনা করেন তিনি। একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার তুলনা করেন জলের স্রোতের সাথে। তাঁর মতে, একটা প্রচার চলছে, বিরোধীদের একজোট হওয়া উচিত। যখন বন্যা হয়ে তখন সাপ, নেউল, কুকুর, বিড়াল ও সিংহ গাছের উপর উঠে যায়ে, জলের স্রোতের ভয়ে। যদিও তাঁর এই মন্তব্যে তিনি স্পষ্টত কারোর নাম না নিলেও এটা স্পষ্ট যে এই বক্তব্যের তীর তিনি কার-কার দিকে তুলেছেন। অবশ্য সাংবাদিক সম্মেলনে তিনি তাঁর এই বক্তব্যের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করে বলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি জানান, আমি বলতে চেয়েছি মোদী জোয়ারের ভয়ে বিভিন্ন মতাদর্শের দল গুলি যারা একে অন্যের বিরধিতা করেছেন এতদিন, তারাই একজোট হচ্ছে নির্বাচন লড়ার জন্য। যদি আমার কথায় কারোর আপত্তি থাকে তাহলে নাম করে বলছি যেমন সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমাদের সংস্কৃতি তে কোন ব্যাক্তির পরিচয় তার কথার মাধ্যমে পাওয়া যায়। অমিত শাহ যে লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিচ্ছেন তা বোঝা জাচ্ছে যেভাবে তিনি বিরোধীদের পশুর সংগে তুলনা করেছেন। অন্যদিকে, অমিত শাহের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তৃনমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। নিজের ট্যুইটারে তিনি জানান, এটা অসুস্থ ভাষার প্রয়োগ। আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি, কিন্তু এ ধরনের ভাষা কোনও জাতীয় দলের সভাপতির মুখ থেকে আশা করা যায়? সামান্য সৌজন্যও আশা করা পাপ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!