এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাড়ছে ক্ষোভ, আরও এক তৃনমূল নেতার বাড়ি ভাঙচুর! ফের উত্তাল সন্দেশখালি!

বাড়ছে ক্ষোভ, আরও এক তৃনমূল নেতার বাড়ি ভাঙচুর! ফের উত্তাল সন্দেশখালি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসছে সন্দেশখালি। শেখ শাহজাহান দিয়ে যে খবর শুরু হয়েছিল, এখন যে সমস্ত তৃণমূল নেতারা মানুষের উপর অত্যাচার করেছিলেন, তাদের ওপরেই জনরোষ আছড়ে পড়ছে সাধারণ মানুষদের। কখনও সিরাজুদ্দিন কখনও বা অজিত মাইতি। রবিবার দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালি। বারবার চোখে পড়েছে মহিলারা তাদের ক্ষোভ জানাতে গিয়ে তৃণমূল নেতাদের বিক্ষোভ দেখিয়েছেন। আর এবার আদিবাসীদের জমি দখল করার অভিযোগ তুলে মাতৃশক্তি আবার গর্জে উঠল সেই সন্দেশখালিতে। এবার আরও এক তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ভাঙচুর চালাতে দেখা গেল মা বোনেদের। আর এই ঘটনার ফলেই বোঝা যাচ্ছে যে, কি পরিমান অত্যাচার এতদিন এই এলাকার তৃণমূল নেতারা মানুষের ওপর করেছেন। তাই বাধ্য হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে জন্যই এখন সাধারণ মানুষ কোনো কিছুর তোয়াক্কা না করে সরাসরি তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে অত্যাচারের জবাব চাইছেন।

সূত্রের খবর, আজ সকাল থেকে আবার উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালি। যেখানে বেড়মজুরের পোলপাড়া এলাকায় তৃণমূল নেতা শংকর সরদারের বাড়িতে পৌঁছে যায় সাধারণ মানুষ। আর তারপরেই মহিলারা একত্রিত হয়ে তার বাড়িতে ভাঙচুর চালাতে শুরু করেন। এখন পুলিশের পক্ষ থেকে বলা হতেই পারে যে, এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। কিন্তু এই পুলিশ এতদিন ধরে কি করছিল, যার কারণে আজকে জনতার এই বিক্ষোভ দেখতে হলো! তারা যদি আগেই এই সমস্ত অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটত না। স্বাভাবিকভাবেই মানুষ যখন এতদিন কষ্ট করেছে তখন যখন পুলিশ ছিল না তাহলে পুলিশের এখন আর প্রয়োজন নেই। মানুষ এবার জেগে উঠতে শুরু করেছে। তাই তারা কাউকেই ভয় পাচ্ছে না। সেই কারণেই তৃণমূল নেতারা‌ আর চোখে চোখ রেখে কথা বলতে দুবার ভাবছেন না স্বাভাবিক ভাবেই এটাই হওয়ার ছিল। তাই এখন যদি পুলিশ পাল্টা মানুষকে ভয় দেখাতে আসে, তাহলে তার প্রতিরোধ যে আরও কতটা ভয়ংকর হতে পারে, সেটা এই পুলিশ প্রশাসনেরও ভালো করে মাথায় ঢুকিয়ে রাখা উচিত।

পর্যবেক্ষকদের মতে, এটা ভাবলেই চমকে যেতে হচ্ছে যে, যেখানে তৃণমূল, সেখানেই বিক্ষোভ তৈরি হচ্ছে। অর্থাৎ তৃণমূল নেতারা কিভাবে মানুষের ওপর অত্যাচার করেছেন, সেটা সন্দেশখালিতে নজর রাখলেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতেই এই বিক্ষোভ হচ্ছে। আর তৃণমূলের পক্ষ থেকে এখন বলা হতেই পারে যে, পেছন থেকে কেউ বা কারা এই বিক্ষোভ করাচ্ছে। তবে মানুষের যে রাগের বহিঃপ্রকাশ, সেটা কিন্তু অন্য কথা বলছে। এটা আর যাই হোক, কারও শিখিয়ে দেওয়া হতে পারে না। দেওয়ালে পিঠ ঠেকে না গেলে মানুষ এত বড় সাহস দেখাতে পারে না। তাদের ওপর যে অত্যাচার এতদিন ধরে হয়েছে, তারা সহ্য করেছিলেন। কিন্তু সব সীমা যখন লংঘন করেছে, তখন আইন হাতে তুলে নিতে আর দুবার ভাবছেন না সন্দেশখালির জনতা। আর সেই কারণেই আজকে আবার মা বোনেদের জনরোষে উত্তাল হয়ে উঠল সন্দেশখালি। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!